অভিযোগ কর ফাঁকির, তল্লাশি এলজি প্রধান কার্যালয়ে

কর ফাঁকির অভিযোগে এলজি গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 05:12 AM
Updated : 10 May 2018, 05:12 AM

ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রক পারিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে বলে বুধবার এক বার্তায় জানিয়েছে ‘সিউল সেন্ট্রাল প্রসিকিউটর’স অফিস’। এলজি’র একটি শাখা প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার স্থানান্তর প্রক্রিয়ায় ৯২.৫ লাখ মার্কিন ডলার কর ফাঁকির অভিযোগ পাওয়া যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে র‍য়টার্স।

এ বিষয়ে এলজি গ্রুপের এক মুখপাত্র বলেন, আইনজীবীদের তল্লাশিতে সহায়তা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ারধারীরা বাজারে শেয়ার বিক্রির পর তারা যে পরিমাণ কর দিয়েছেন আর যে পরিমাণ কর দিতে হতো এ নিয়ে ভিন্ন মত থাকায় এমন অভিযোগ এসেছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

কোরীয় চুতর্থ বৃহত্তম ব্যবসায়ী প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রক পরিবারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সম্ভাবনা দেশটিতে একেবারেই নতুন নয়। এর আগে স্যামসাংয়ের নিয়ন্ত্রক পরিবারের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে রাষ্ট্রীয় সুবিধা গ্রহনের অভিযোগ দেশটির আদালতে প্রমাণিত হয়েছে।

চলতি বছরের শুরুতে ধনী এবং ক্ষমতাবান মানুষদের আচরণে পুনরায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে কোরিয়ান এয়ার লাইনস কোম্পানি লিমিটেডের উত্তরাধিকারিরা। আর তাদের পরিবার এবং ব্যবসা নিয়েও তদন্ত শুরু হয়।