ফ্লিপকার্টের অধিকাংশ শেয়ার ওয়ালমার্টের হাতে

শেষ পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট-এর দখলে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় অনলাইনে খুচরা বিক্রির প্রতিষ্ঠান ফ্লিপকার্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2018, 03:49 PM
Updated : 9 May 2018, 03:49 PM

ভারতীয় প্রতিষ্ঠানটিকে কেনার দৌড়ে এতদিন স্বদেশীয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে লড়াই চলছিল ওয়ালমার্টের। 

বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ফ্লিপকার্ট-এর ৭৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। আর এজন্য মার্কিন প্রতিষ্ঠানটিকে গুণতে হচ্ছে এক হাজার ৬০০ কোটি ডলার। এ হিসাবে ভারতীয় প্রতিষ্ঠানটির বাজারমূল্য দুই হাজার কোটি ডলারেরও বেশি ধরা হয়েছে, খবর বিবিসি’র।

পাঁচ বছর আগে ভারতে যাত্রা শুরুর পর থেকেই ফ্লিপকার্ট অ্যামাজনের নজরে ছিল।

ভারতীয় প্রতিষ্ঠানটিকে কেনার জন্য নতুন প্রস্তাবও বিবেচনা করছিল অ্যামাজন। সেইসঙ্গে একই লক্ষ্যের দিকে যাচ্ছিল ওয়ালমার্টও।

২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া ফ্লিপকার্টে মাইক্রোসফট, টেনসেন্ট, সফটব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগাকারীদের অংশ তাদের হাতেই থাকছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের তথ্যমতে, ২০১৭ সালে ভারতে অনলাইন খাতে মোট বিক্রির পরিমাণ ছিল ২১০০ কোটি ডলার।