সংকেতায়িত মেসেজিং আনছে টুইটার?

সংকেতায়িত মেসেজের ‘গোপন’ একটি ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2018, 03:27 PM
Updated : 8 May 2018, 03:27 PM

এই ফিচার স্পর্শকাতর আলাপচারিতার জন্য প্লাটফর্মটকে আরও নিরাপদ করে তুলতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এই ফিচারের মাধ্যমে গোপন আলাপচারিতা শুরু করা আর সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করতে দুইদিক থেকে সংকেতায়িত মেসেজিং দেখার মতো ব্যবস্থা আনা হতে পারে বলে আশা করা হচ্ছে, এ খবর সোমবার প্রকাশ করেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

ফেইসবুক অধীনস্থ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ সব ধরনের আলাপচারিতায় ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবহার করা হয়। ফেইসবুকের মেসেঞ্জারেও এই ফিচার আনা হতে পারে।

এন্ড-টু-এন্ড এনক্রিপটেড মেসেজগুলো একটি লক দিয়ে সুরক্ষিত থাকে। শুধু প্রেরক আর গ্রাহক এগুলো আনলক করে পড়তে পারেন।

সুরক্ষা বাড়াতে এমন ফিচারে প্রতিটি বার্তার ক্ষেত্রে একটি অনন্য লক ও কি ব্যবহার করা হয়। এই আলাপচারিতায় কেউই মাঝপথে হস্তক্ষেপ করতে পারে না।

টুইটারের নিরাপত্তা অ্যালগরিদমকে ফাঁকি দিয়ে বিপুল সংখ্যক বটনেট ছড়িয়ে পড়েছে বলে সম্প্রতি খবর বের হয়।