গুগল ক্লাউডের দ্বারস্থ টুইটার

নিজেদের মূল অবকাঠামোর কিছু অংশ গুগলের ক্লাউড প্লাটফর্মে সরিয়ে ফেলবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ‘আরও ভালো ডেটা ব্যবস্থাপনা’র উদ্দেশ্যে এই পদক্ষেপের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 02:45 PM
Updated : 5 May 2018, 02:45 PM

বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে টুইটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা পারাগ আগারওয়াল বলেন, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা কোল্ড ডেটা স্টোরেজ গুগল ক্লাউডে সরিয়ে নিতে কাজ করছি।” তিনি আরও বলেন, “এটি আমাদের অভিজ্ঞতা ও ডেটা প্লাটফর্ম নিয়ে কাজ করা আমাদের প্রকৌশলী দলের কর্মক্ষমতা বাড়ানোর সুযোগ দেবে।”

বিগ ডেটা ব্যবস্থাপনায় অ্যাপাচি’র হ্যাডুপ হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার। হ্যাডুপ কম্পিউট সিস্টেম হচ্ছে টুইটারের ডেটা প্লাটফর্মের মূল। আর প্রতিষ্ঠানটি একাধিক হ্যাডুপ ব্যবহার করে, এগুলো বিশ্বের সবচেয়ে বড় হ্যাডুপগুলোর মধ্যে কয়েকটি- এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। এগুলোও সরিয়ে ফেলা হবে গুগল ক্লাউড প্লাটফর্মে।

আগারওয়াল বলেন, “আমাদের হ্যাডুপ ফাইল সিস্টেম হাজার হাজার সার্ভারে ৩০০পিবি’রও বেশি ডেটা হোস্ট করে।”

গুগল ক্লাউড প্লাটফর্ম-এর ডেটা সলিউশন আর নির্ভরযোগ্য অবকাঠামো টুইটারকে প্রয়োজনীয় কারিগরী সুবিধা দেবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।