হোন্ডা-ওয়েইমো’র স্বচালিত গাড়ির সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স এলাকায় গুগল অধীনস্থ ওয়েইমো’র একটি স্বচালিত গাড়ি দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 02:43 PM
Updated : 5 May 2018, 02:43 PM

পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার বিকেলে একটি হোন্ডা সেডান গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গতিপথ বদলায়। এ সময় হোন্ডা গাড়িটি রাস্তার ভুল পাশে চলে যায় আর ওয়েইমো গাড়িটিকে ধাক্কা দেয়। ওয়েইমো গাড়িটি স্বয়ংক্রিয় মোডে ছিল আর চালকের আসনে একজন বসা ছিলেন। ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

ওয়েইমো’র পক্ষ থেকে বলা হয়, তাদের লক্ষ্য হচ্ছে সড়ক আরও নিরাপদ করা। দুর্ঘটনার আগের মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক সময়ে স্বচালিত গাড়ি প্রযুক্তি কড়া নজরদারির মধ্যে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। চলতি বছর মার্চেই ফিনিক্স-এ এক পথচারী উবারের স্বচালিত গাড়ির ধাক্কায় প্রাণ হারান। পুরো স্বচালিত গাড়ির কারণে ওইটিই ছিল প্রথম প্রাণহানীর ঘটনা।