অনলাইনে অনুসরণ: বহিষ্কার ফেইসবুক প্রকৌশলী
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2018 12:12 PM BdST Updated: 04 May 2018 12:12 PM BdST
-
ছবি- রয়টার্স
গ্রাহকদের ডেটা নিরাপত্তা দেওয়া নিয়ে ফেইসবুক যখন জোর চেষ্টার কথা দাবি করছে, ঠিক এমন সময় গ্রাহকের ডেটা গোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটিরই এক নিরাপত্তা প্রকৌশলীর বিরুদ্ধে।
অনলাইনে এক নারীকে লুকিয়ে অনুসরণ করতে ডেটাবেইসে প্রবেশাধিকার ব্যবহার করেছেন ওই প্রকৌশলী, এই অভিযোগে তাকে বহিষ্কার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।
প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস এক বিবৃতিতে বিবিসিকে বলেন, “আমরা দ্রুত এই অবস্থা নিয়ে তদন্ত করেছি আর তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে বহিষ্কার করেছি।”
সোমবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান স্পাইগ্লাস সিকিউরিটি’র প্রতিষ্ঠাতা জ্যাকি স্টোকস ফেইসবুকের ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরি ফেইসবুক এ নিয়ে তদন্ত শুরু করে।
স্টোকস টুইটারে তার অভিযোগ প্রকাশ করার পর স্ট্যামোস-এর সঙ্গে যোগাযোগ করেন।
সে সময় ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “যদিও আমরা কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে পারি না, আমরা এ বিষয়ে অবগত আছি ও তদন্ত করছি।”
বৃহস্পতিবার ওই কর্মীর বহিষ্কারের কথা নিশ্চিত করে স্ট্যামোস বলেন, “মানুষ যখন ফেইসবুক ব্যবহার করছে তখন তাদের তথ্য সুরক্ষিত ও গোপন রাখা গুরুত্বপূর্ণ।”
“এর কারণে আমাদের কড়া নিয়ন্ত্রণ নীতিমালা ও কারিগরি বিধিনিষেধ আছে যাতে কর্মীরা যে ডেটা তাদের কাজের জন্য দরকার শুধু তাই দেখতে পারেন- যেমন ত্রুটি সারানো, গ্রাহক সেবা ব্যবস্থাপনা বিষয় বা যৌক্তিক আইনি অনুরোধের কাজে।”
“যেসব কর্মী এই নিয়ন্ত্রণ অপব্যবহার করবে তাদের বহিষ্কার করা হবে।”
ওই কর্মীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করেনি ফেইসবুক।
চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না ফেইসবুকের। তবে, প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ভালো ফলাফল কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটিকে খানিকটা স্বস্তি দিয়েছে।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’