টুইটার নিয়ে ফের চটলেন অমিতাভ

ফলোয়ারদের সংখ্যা অটল রাখার ব্যবস্থাপনা কীভাবে করে টুইটার? মাইক্রোব্লগিং সাইটটিকে এমন প্রশ্ন করেছেন প্লাটফর্মটিতে ফলোয়ার সংখ্যার দিক থেকে শীর্ষস্থানীয় ভারতীয় তারকা অমিতাভ বচ্চন।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 03:31 PM
Updated : 3 May 2018, 03:31 PM

বলিউড শাহেনশাহ খ্যাত ৭৫ বছর বয়সী অমিতাভ এক টুইটে বলেন, “প্রিয় টুইটার ব্যবস্থাপনা, এটি বেশ চমৎকার, কীভাবে আপনারা ফলোয়ারদের সংখ্যা অটল রাখার ব্যবস্থাপনা করেন আর সর্বোচ্চ কার্যক্রম থাকা সত্ত্বেও এর পরিবর্তন হয় না??? বেশ ভালো! আমার কথার মানে হচ্ছে প্রতি বলে ছক্কা মারার পরও কীভাবে আপনারা স্কোরবোর্ড অপরিবর্তিত রাখেন!” এই টুইটের সঙ্গে কয়েকটি হাততালির ইমোজিও জুড়ে দেন তিনি।

 

বিগ বি নামে পরিচিত অমিতাভ-এর অফিসিয়াল ও ভেরিফাইড অ্যাকাউন্টটির বর্তমান ফলোয়ার সংখ্যা ৩.৪৩ কোটি।

চলতি বছরের শুরুতে অমিতাভ টুইটার ছেড়ে দেওয়ার হুমকি দেন। ওই সময় তার অভিযোগ ছিল মাইক্রোব্লগিং সাইটটি তার ফলোয়ার সংখ্যা কমিয়ে দিচ্ছে। ওই সময় তার ফলোয়ার সংখ্যা দ্রুত ৩.৩০ কোটি থেকে ৩.২৯ কোটিতে নেমে গিয়েছিল।

এই ঘটনার জের ধরে পরবর্তীতে টুইটার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয় অমিতাভ-এর।

১০২ নট আউট নামের আসন্ন এক সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। টুইটারে তিনি ওই সিনেমা নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

আরও খবর