ব্যর্থতার পরও ড্রোনের বিশ্ব রেকর্ড চীনে

একসঙ্গে সবচেয়ে বেশি ড্রোন উডিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙ্গেছে চীনা প্রতিষ্ঠান ইহ্যাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 07:34 AM
Updated : 3 May 2018, 08:00 AM

শ্রমিক দিবসের এক অনুষ্ঠানে ১৩৭৪টি ড্রোন ব্যবহার করে আলোকপ্রদর্শনীর আয়োজন করে চীনা প্রতিষ্ঠানটি। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ সংখ্যক ড্রোন ব্যবহারের রেকর্ড গড়তে পারলেও একে অপরের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে ড্রোনগুলো।

আলোকপ্রদর্শনীর এক পর্যায়ে একসঙ্গে তারিখ এবং রেকর্ড গড়া সংখ্যাটি দেখানোর কথা ছিল ড্রোনগুলোর। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে ইহ্যাংয়ের ড্রোন। অনুষ্ঠানটিকে “মহাকাব্যিক ব্যর্থতা” বলেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

এ বিষয়ে জানতে বিবিসি’র পক্ষ থেকে ইহ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ব্যবহারের রেকর্ড ছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের। ফেব্রুয়ারিতে পিয়ংচ্যাং উইন্টার অলিম্পিক গেইমস-এ ১২১৮টি ড্রোন ব্যবহার করেছিল প্রতিষ্ঠানটি।

“বরফ শীতল আবহাওয়া এবং শক্তিশালী বায়ুপ্রবাহের আশঙ্কায়” আগে থেকেই রেকর্ড করা ছিল ইনটেলের ড্রোন প্রদর্শনী। পরবর্তীতে উদ্বোধন অনুষ্ঠানে এটি দেখানো হয়।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিয়ানের উত্তর-পশ্চিম শহরে আয়োজিত  শ্রমিক দিবসের এই প্রদর্শনীর জন্য ১২.১ লাখ ব্রিটিশ পাউন্ড দেওয়া হয়েছে ইহ্যাংকে।