ইরানে ফের নিষেধাজ্ঞায় টেলিগ্রাম

সংকেতায়িত মেসেজিং অ্যাপ টেলিগ্রাম-এর সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করেছে ইরান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2018, 04:34 PM
Updated : 1 May 2018, 04:34 PM

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় বলা হয়, 'জাতীয় নিরাপত্তা' রক্ষায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তবে ১২ মে দেশটিতে আন্দোলন হওয়ার আশঙ্কা রয়েছে। এই আন্দোলনের সঙ্গে টেলিগ্রামে নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ জড়িত বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

এর আগে সরকারবিরোধী বিভিন্ন দলের মিছিল আর আন্দোলনের সমন্বয় করতে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার নিয়ে অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইরান সরকার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, অ্যাপটির বিরুদ্ধে ইরানিদের 'বিভিন্ন অভিযোগের' কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই ঘোষণায় জাতীয় নিরাপত্তার বিষয়ও উল্লেখ করা হয়। 

ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান-এ প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, টেলিগ্রাম ব্যবহারকারীদের কার্যক্রমের কারণে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এসব কার্যক্রমের মধ্যে “রাষ্ট্রবিরোধী প্রজ্ঞাপন, সন্ত্রাসী কার্যক্রম, মিথ্যা ছড়ানো, সরকারবিরোধী আন্দোলন আর পর্নোগ্রাফি”ও রয়েছে। 

চলতি বছর জানুয়ারিতে ইরানের ৮০টিরও বেশি শহরে আন্দোলের জের ধরে সাময়িকভাবে এই অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল।

বর্তমানে দেশটিতে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা চার কোটি বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর-