হোয়াটসঅ্যাপ ছাড়ছেন আরেক সহ-প্রতিষ্ঠাতা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2018 01:56 PM BdST Updated: 01 May 2018 01:56 PM BdST
ব্রায়ান অ্যাকটনের পর এবার হোয়াটসঅ্যাপ ছাড়তে যাচ্ছেন প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রতিষ্ঠাতা জান কুউম।
এক ফেইসবুক পোস্টে কুউম বলেন, “প্রযুক্তির বাইরের যে কাজগুলো আমি উপভোগ করি সেগুলো করতে কিছুটা সময় নিচ্ছি।”
অন্যদিকে সোমবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের কৌশল নিয়ে মূল প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন কুউম। ফেইসবুক হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং এনক্রিপশন মান দূর্বল করার চেষ্টা করেছে বলেও আপত্তি জানিয়েছেন তিনি-- খবর বিবিসি’র।
এক বিবৃতিতে কুউম বলেন, “প্রায় এক দশক হয়েছে ব্রায়ান ও আমি হোয়াটসঅ্যাপ চালু করেছি এবং কয়েকজন সেরা ভালো মানুষের সঙ্গে এই সফরটি দারুণ ছিল। কিন্তু এখন আমার সরে দাঁড়ানোর সময়।”
“দলটি এখন যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং দারুণ সব কাজ করা চালিয়ে যাবে। আর আমি এখনও হোয়াটসঅ্যাপকে উৎসাহিত করে যাবো- শুধু বাইরে থেকে,” যোগ করেন কুউম।
২০০৯ সালে স্ট্যানফোর্ডের প্রাক্তন ছাত্র ব্রায়ান অ্যাকটনের সঙ্গে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন ইক্রেনিয়ান বংশোদ্ভুত কুউম। ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেইসবুক।
হোয়াটসঅ্যাপ গ্রাহকের তথ্য রক্ষা এবং স্বাধীনতা ধরে রাখতে দীর্ঘদিন কাজ করেছেন ব্রায়ান ও কুউম। ফেইসবুকের কাছে বিক্রি করার সময়ও এটি সংরক্ষণের শর্ত জুড়ে দিয়েছিলেন তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে ফেইসবুকের সঙ্গে তাদের সম্পর্কে ভাটা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০১৭ সালের নভেম্বরে হোয়াটসঅ্যাপ ছাড়েন ব্রায়ান অ্যাকটন। প্রতিষ্ঠান ছাড়ার পর অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ফেইসবুকের সমালোচনায় যোগ দেন তিনি। ফেইসবুকের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর চলতি বছরের মার্চ মাসে #ডিলিটফেইসবুক প্রচারণা শুরু করেন ব্রায়ান।
হোয়াটসঅ্যাপে প্রচার করা হয় না কোনো বিজ্ঞাপন। চ্যাটিং মেসেঞ্জারটিকে বাণিজ্যিকীকরণে ফেইসবুক চেষ্টা চলালেও তাতে বাধা দিয়েছেন তারা দু’জন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য তথ্যের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রাহকের ফোন নাম্বার নেওয়ার পরিকল্পনা ছিল ফেইসবুকের।
কুউমের পোস্টে ফেইসবুক প্রধান জাকারবার্গ মন্তব্য করেন, “কুউম তাকে এনক্রিপশন এবং কেন্দ্রীভূত ব্যবস্থা থেকে ক্ষমতা নেওয়া ও গ্রাহকের হাতে তা ফিরিয়ে দেওয়ার যে কৌশল শিখিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। এই মানগুলো সব সময়ই হোয়াটসঅ্যাপের কেন্দ্রে থাকবে।”
প্রায় দেড়শ’ কোটি মাসিক গ্রাহক নিয়ে হোয়াটসঅ্যাপ এখন বিশ্বে সবচেয়ে বড় মেসেজ সেবাদাতা প্রতিষ্ঠান।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট