ভিডিওতে ধরা পড়লো আইফোন এসই ২

অপেক্ষাকৃত কম মূল্যের আইফোন এসই২ আনার লক্ষ্যে কাজ করছে অ্যাপল এমন গুজব শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এবার ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে নতুন এই ডিভাইসটি। আর ফাঁস হওয়া ভিডিওতে আরও দেখা যায় ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রাখা হয়েছে নতুন আইফোন এসই ২ তে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 08:48 AM
Updated : 29 April 2018, 08:48 AM

ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে ফাঁস হওয়া ভিডিওটি। কিন্তু ভিডিওতে ডিভাইসের পর্দা বন্ধ থাকায় নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি আসল আইফোন ছিল নাকি এর প্রতিকৃতি-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

ভিডিওতে দেখা গেছে নতুন আইফোন এসই ২ এর পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে। আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন X এও একই ধরনের গ্লাস ব্যবহার করেছিল অ্রাপল। আর, পেছনে গ্লাস রাখায় ধারণা করা হচ্ছে ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধা রাখা হতে পারে।

অনেক দিন ধরেই আইফোন এসই তে আপডেট প্রত্যাশা করছিলেন ভক্তরা। এবার অ্যাপল তাদের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালের মার্চ মাসে প্রথম আইফোন এসই আনে অ্যাপল। আইফোন ৫ এর চার ইঞ্চি বডিতে আইফোন ৬এস-এর কনফিগারেশন আনা হয় এতে।