প্রথম প্রান্তিকে চীনে স্মার্টফোন বিক্রিতে ধস

বছরের প্রথম প্রান্তিকে চীনে ব্যাপক হারে কমেছে স্মার্টফোনের বিক্রি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 08:44 AM
Updated : 29 April 2018, 08:44 AM

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যানালিস-এর নতুন গবেষণায় উঠে এসেছে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছর প্রথম প্রান্তিকে দেশটিতে স্মার্টফোন বিক্রি কমেছে ২১ শতাংশ।

২০১৮ সালের প্রথম প্রান্তিকে ৯.১ কোটি স্মার্টফোন কিনেছেন চীনা গ্রাহকরা। পূর্বে এতো কম পরিমাণ স্মার্টফোন বিক্রি হয়েছিল ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।

ক্যানালিস বিশ্লেষক মো জিয়া বলেন, “বিক্রি কমার বিষয়টি আগেই আভাস পেয়েছিল ক্যানালিস কিন্তু এতো পরিমাণে কমবে তা ধারণা করতে পারেনি।”

জিয়া আরও বলেন, “আমরা ধারণা করছি ২০১৮ সাল জুড়েই বিক্রি কমবে চীনা বাজারে।”

সম্প্রতি এক প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয়ের হিসাব দিয়েছে স্যামসাং। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানের আয় বেড়েছে ৫২ শতাংশ। কিন্তু চীনে  স্মার্টফোন বিক্রিতে ধসের কারণে পরবর্তীতে আয় কমতে পারে প্রতিষ্ঠানটির।

ইতোমধ্যেই চীনে স্মার্টফোন বিক্রিতে ধীর গতির প্রভাব পড়েছে স্যামসাংয়ের ওপর। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে চীনে মাত্র ২০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের চেয়ে অর্ধেক।

চীনা বাজারে নিজের অবস্থান হারিয়েছে অ্যাপলও। ক্যানালিস জানায়, চীনা বাজারে চতুর্থ অবস্থান থেকে পঞ্চম অবস্থানে নেমেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। তবে দেশটিতে এই প্রান্তিকে অ্যাপলের কী পরিমাণ আইফোন বিক্রি হয়েছে তা জানায়নি প্রতিষ্ঠানটি।

অন্যদিকে এই প্রথম প্রান্তিকে বিক্রি দুই শতাংশ বেড়েছে দেশটির স্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। দেশের বাজারে শীর্ষস্থানটিও ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এর পরের অবস্থানগুলোতে রয়েছে অপ্পো, ভিভো এবং শিয়াওমি।

প্রথম প্রান্তিকে বিক্রি বৃদ্ধির হার দুই অংকে নেওয়া একমাত্র প্রতিষ্ঠান শিয়াওমি। আগের বছরের চেয়ে চীনে এই প্রান্তিকে প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে ৩৭ শতাংশ।