বাস্তবে এলো ট্রান্সফরমার্স-এর মতো রোবট

হলিউড সিনেমা ট্রান্সফরমার্স সিরিজের রোবটের মতো রোবট বাস্তবে তৈরি করেছে  জাপানি প্রতিষ্ঠান ব্রেইভ রোবোটিকস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 03:53 PM
Updated : 28 April 2018, 03:53 PM

ট্রান্সফরমার্স ধাঁচের এই হিউম্যানয়েড রোবটটি ৬০ সেকেন্ডের মধ্যে একটি স্পোর্টস কারে রূপান্তরিত হতে পারে। বুধবার জাপানে উন্মোচন করা হয় এই রোবটটি, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

হিউম্যানয়েড এই রোবটের ধারণা এসেছে ব্রেইভ রোবোটিকস প্রধান কেনি ইশিডার মাথা থেকে। নতুন এই রোবটের নাম বলা হয়েছে ‘জে-ডেইতে রাইড’। রোবট গাড়িতে রূপান্তরিত হচ্ছে বা একটি আরেকটির সঙ্গে মিশে যাচ্ছে এমন ধরনের অ্যানিমেশন সিনেমার ভক্ত ইশিডা। এর  থেকেই রোবটটির বানানোর কথা মাথায় এসেছে তার।

রয়টার্স টেলিভিশনকে ইশিডা বলেন, “আমি এটি বিশ্বাস করে বড় হয়েছি যে- রোবটের এমন ধরনের ক্ষমতা থাকতে হবে, এই অনুপ্রেরণা থেকেই আমি রোবটটি তৈরি করেছি।”

নীল ও সাদা রঙয়ের রোবটটির উচ্চতা ১২ ফুট। গাড়ি বা হিউম্যানয়েড রোবট- দুই রূপেই দু’জন করে যাত্রী বহন করতে পারে এটি।

ইশিডা বলেন, কিছু মানুষ রোবটটিকে একটি “দামী খেলনা” হিসেবে দেখবেন, কিন্তু অন্যদের উৎসাহিত করাই এর লক্ষ্য।

রোবটটি তৈরিতে ব্রেইভ রোবোটিকস-এর সঙ্গে আরও কাজ করেছে রোবট বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান অ্যাসারটেক এবং চিত্তবিনোদনের রাইড প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যানসেই টেকনোলজিস।