এআর, ভিআর এক হেডসেটে আনছে অ্যাপল

ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি একসঙ্গে কাজ করবে এমন একটি হেডসেট আনতে কাজ করছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 02:59 PM
Updated : 28 April 2018, 02:59 PM

প্রযুক্তিসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, নতুন এই হেডসেটের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘টি২৮৮’। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির নিজস্ব চিপ ব্যবহার করা হবে এতে। আর ২০২০ সালে বাজারে আসতে পারে হেডসেটটি।

সিনেটের প্রতিবেদনে আরও বলা হয়, “পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের তথ্যানুসারে, এআর এবং ভিআর উভয় প্রযুক্তি কাজ করবে এমন হেডসেট আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। আপাতত পরিকল্পনায় রয়েছে দুই চোখের জন্যই ৮কে পর্দা ব্যবহার করা হবে, যা বর্তমানে সবচেয়ে ভালো টিভির রেজুলিউশানের চেয়েও বেশি, কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে এটি।”

“এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে প্রকল্পটি, কিন্তু ২০২০ সালে উন্মুক্ত হতে পারে এটি। তবে পরিকল্পনা পরিবর্তন বা বাতিলও করতে পারে অ্যাপল।”

পূর্বে ছোটখাট ভিআর প্রকল্পে বিনিয়োগ করেছে অ্যাপল। এবারই প্রথম এই খাতে প্রতিষ্ঠানের বড় বিনিয়োগের আভাস পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে উচ্চ গতির ও স্বল্প পরিসরের ওয়্যারলেস প্রযুক্তি দিয়ে একটি নির্দিষ্ট বক্সের সঙ্গে যুক্ত থাকবে হেডসেটটি। বক্সে ব্যবহার করা হবে অ্যাপলের চিপসেট যা এআর এবং ভিআর এর মস্তিষ্ক হিসেবে কাজ করবে।