দেশে এলো অপো এফ৭

২৫ এপ্রিল থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে অপো-এফ সিরিজের সর্বশেষ মডেল অপো এফ৭।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 06:02 PM
Updated : 30 April 2018, 02:22 PM

অপো এফ৭-এ রয়েছে সুপার ফুল স্ক্রিনসহ আপগ্রেডেড মাল্টি-টাস্কিং সফটওয়্যার। ২৯,৯৯০ টাকা দামে ৪জিবি র‍্যামের ৬৪ জিবি ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটটি সোলার রেড, মুনলাইট সিলভার, ডায়মন্ড-এই তিনটি রঙে সারা দেশে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও খুব শীঘ্রই ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ধারণক্ষমতা সম্পন্ন এফ৭ও ৩৫,৯৯০ টাকা দামে সোলার রেড ও ডায়মন্ড রঙে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১৭ এপ্রিল এফ৭-এর উন্মোচন করা হয়।

ঢাকায় অপো’র সার্ভিস সেন্টারে এফ৭-এর বিক্রয় উদ্বোধন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং, বিপনণ প্রধান  ব্রুস লি, ব্র্যান্ডিং প্রধান টেইলর, গণযোগাযোগ ব্যবস্থাপক ও বিপনণ ইন-চার্জ ইফতেখার উদ্দিন সানিসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ডেমন ইয়াং বলেন, “আমরা বাংলাদেশের বাজারে অপো এফ৭ নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। এটি অপো’র প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের নতুন সংস্করণ।”