সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি নিয়ে ব্যস্ত নয় ফেরারি

বিশ্বের প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই এখন বৈদ্যুতিক গাড়ি নির্মাণে মনোযোগী হলেও শীঘ্রই পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিলাসবহুল স্পোর্টস গাড়ি নির্মাতা ফেরারি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 03:14 PM
Updated : 25 April 2018, 03:14 PM

এক বার্ষিক সভায় গাড়ি নির্মাতা ইতালীয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সার্জিও মার্সিয়নে এমন মন্তব্যই করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে অটোমোটিভ নিউজ।

মার্সিয়নে বলেন, বৈদ্যুতিক গাড়ি নিয়ে ২০২২ সাল পর্যন্ত তাদের কোনো ব্যবসায়িক পরিকল্পনা নেই।

যদিও ফেরারি চেয়ারম্যান এর আগে জানিয়েছিলেন ২০১৮-২০২২ সালের ব্যবসায়িক পরিকল্পনায় বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভূক্ত করার সম্ভাবনা রয়েছে, এবার সেই তারিখও কার্যত পিছিয়ে দিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি সাইট সিনেটের মতে এবারের নিশ্চিত তথ্য হলো, ২০২৩ সালের আগে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি আনছে না ফেরারি।

এদিকে বৈদ্যুতিক গাড়িতে প্রচুর বিনিয়োগ করছে বিলাসবহুল স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শ। ২০১৯ সালের শেষদিকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠানের ‘মিশন ই’ বৈদ্যুতিক গাড়িটির।

টেসলার রোডস্টার বাজারে আসবে ২০২০ সালে। টেসলা দাবি করছে ১.৯ সেকেন্ডের মধ্যে ঘন্টায় ৬০ মাইল গতি তুলতে পারবে নতুন এই গাড়িটি।

সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা না থাকলেও হাইব্রিড গাড়ি নিয়ে বেশ জোড়ালো ভাবেই কাজ করছে ফেরারি। সীমিত-সংস্করণের লাফেরারি কুপ এবং লাফেরারি আপেরতা দিয়ে হাইব্রিড গাড়ির যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে  মার্সিয়নে বলেন, তাদের গাড়ি বহরে আরও বেশি হাইব্রিড গাড়ি যোগ করা দরকার।

‘ফ্রাঙ্কফুর্ট মোটর শো ২০১৯’ এ প্রতিষ্ঠানের প্রথম হাইব্রিড গাড়িটি উন্মোচন করা হবে, এমনটা  নিশ্চিত করেছেন এই ইতালীয় নির্মাতা।