ইউরোপে বাড়লো হোয়াটসঅ্যাপ ব্যবহারের নূন্যতম বয়স

ষোল বছরের নীচের কেউ যেন অ্যাপটি ব্যবহার করতে ‘না’ পারে তার ব্যবস্থা নিতে যাচ্ছে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। আগামীতে বয়স ষোল বছরের কম হলেই তার অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ করে দেয়া হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 12:32 PM
Updated : 25 April 2018, 12:32 PM

কিশোরদের জন্য ইউরোপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নূন্যতম বয়স বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২৫ মে ইউরোপীয় তথ্য গোপনীয়তা বিধি প্রকাশের পর হোয়াটঅ্যাপ ব্যবহারের নূন্যতম বয়সসীমায় আরও তিন বছর যোগ করে ১৬ করতে যাচ্ছে তারা।  

আগামী কয়েক সপ্তাহেই চালু হতে যাচ্ছে চ্যাটিং অ্যাপ হোয়াটঅ্যাপ ব্যবহারে নূন্যতম ১৬ বছর বয়স হওয়ার নতুন এই নিয়ম। একজন ইউরোপীয় ব্যবহারকারীকে অ্যাপটিতে লগইন করার পর বয়স নিশ্চিত করার জন্য হোয়াটঅ্যাপের নতুন নীতিমালায় সম্মতি দিয়েই অ্যাপটি ব্যবহার করতে হবে।    

ফেইসবুক মালিকানাধীন হোয়াটঅ্যাপের রয়েছে নিজস্ব তথ্যবিধি। অ্যাপ ব্যবহারে বয়সসীমা বাড়ানো ছাড়াও এই তথ্যবিধিতে আরো অনেক পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে নিজের অ্যাকাউন্টে সংযুক্ত  নাম্বার তালিকা ও ‘ব্লকড’ তালিকা  ডাউনলোড করতে পারবেন। 

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের  তাদের মা-বাবার অনুমতি নিতে হবে, জানানো হয়েছে প্রতিবেদনটিতে। যাদের এমন অনুমতি থাকবে না, তারা ফেইসবুকের সীমিত সংস্করণ দেখতে পাবে।

ইউরোপে হোয়াটঅ্যাপ ব্যবহারে নূন্যতম বয়স ১৬ করা হলেও  ইউরোপের বাইরে এখনও এই বয়সসীমা ১৩ বছরই রয়েছে।