ইউক্রেইনের মন্ত্রণালয় সাইটে সাইবার হামলা
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2018 11:24 PM BdST Updated: 24 Apr 2018 11:24 PM BdST
-
ছবি- এলিয়েনভল্ট
ইউক্রেইনের শক্তিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে র্যানসমওয়্যার হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে সাইটটি অফলাইনে চলে গিয়েছে ও মন্ত্রণালয়ের নথিপত্র সংকেতায়িত হয়ে গিয়েছে।
হ্যাকিংয়ের পর ওই ওয়েবসাইটে ইংরেজিতে একটি বার্তা দেখানো হয়। এই বার্তার মাধ্যমে ০.১ বিটকয়েন মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা। বিবিসি’র সূত্রমতে, ২৪ এপ্রিলের হিসাবে ০.১ বিটকয়েনের বাজারমূল্য ৯২৭.৮৬ ডলার।
দেশটির সাইবার পুলিশের মুখপাত্র ইউলিয়া ভিতকো বলেন, এই আক্রমণ একটি “বিচ্ছিন্ন ঘটনা” আর সরকারের অন্য কোনো ওয়েবসাইট এতে আক্রান্ত হয়নি। মন্ত্রণালয়ের ইমেইল ব্যবস্থা ঠিক আছে ও তা চলছে বলেও জানান তিনি। “এই ঘটনা খুব বড় পরিসরে নয়। যদি দরকার হয়, আমরা ব্যবস্থা নিতে আর সহায়তা করতে প্রস্তুত”- বলেন তিনি।
“আমাদের বিশেষজ্ঞরা এখন কাজ করছেন… এই সমস্যা সমাধানে কতক্ষণ লাগবে আমরা তা জানি না।”
সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান এলিয়েনভল্ট-এর তথ্যমতে, এই সাইবার আক্রমণের পেছনে থাকা হ্যাকাররা এর আগে অন্যান্য ওয়েবসাইটের ক্ষতি করেছে, আর এসব চেষ্টায় তারা প্রায় শত ইউরো’র মতো আয় করতে পেরেছে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিন্ন দুই হ্যাকার আক্রমণ চালিয়েছে। একজন সাইটের নিচে তার নাম ‘এক্স-জাকারিয়া’ লিখেছেন।
আরেকজন হ্যাকার ওয়েবসাইটের নথিগুলোর দখল নিয়ে র্যানসমওয়্যার আর লেনদেন বিষয়ে তথ্য ফাঁস করেছেন বলে ধারণা নিরাপত্তা প্রতিষ্ঠানটির।
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
-
চীনের বাইরে উৎপাদন বাড়াতে চায় অ্যাপল
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা