দেড় হাজার কর্মী ছাঁটাইয়ে কোয়ালকম

বিনিয়োগকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কর্মী ছাঁটাইয়ে নেমেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম।  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এর বিভিন্ন কার্যালয়ের একাধিক শাখায় দেড় হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 10:25 AM
Updated : 20 April 2018, 02:27 PM

প্রতিষ্ঠানটির নেওয়া এই পদক্ষেপে বার্ষিক শতকোটি ডলার খরচ কমানো সম্ভব হবে, বলছে রয়টার্সের প্রতিবেদন।

মার্কিন বহুজাতিক এই প্রতিষ্ঠানে গত বছর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কর্মী সংখ্যা ছিল ৩৩ হাজার আটশত।

গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। 

কর্মী ছাঁটাই প্রসঙ্গে কোয়ালকম বলে, স্যান ডিয়েগো কার্যালয় থেকে এক হাজার দুই শত ৩১  জন, সান হোসে এবং সান্টা ক্লারা কার্যালয় থেকে দুই শত ৬৯ জন কর্মী চাকুরিচ্যুত হবেন।

শুরুতে কর্মী ছাঁটাই ছাড়াই খরচ কমানোর কথা বিবেচনা করা হলেও, শেষমেশ চাকুরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উন্নতি ও সাফল্য ধরে রাখতেই এই সিদ্ধান্ত।

বুধবার রয়টার্সকে দেওয়া বক্তব্যে এমন কথাই বললেন কোয়ালকমের এক মুখপত্র।  

চলতি বছর কোয়ালকম কিনে নিতে বিশাল অংকের প্রস্তাব দেয় সিঙ্গাপুর ভিত্তিক আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম। তবে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে দুটি প্রতিষ্ঠানের একীভূতকরণে ভেটো দেয় ট্রাম্প প্রশাসন।

ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী  ব্রডকমের ওই প্রস্তাবের বিপরীতে বিনিয়োগকারীদের আস্থা কুড়াতে ধারাবাহিকভাবে ব্যবসার বিভিন্ন খাত সংকুচিত করতে যাচ্ছে কোয়ালকম।