নিজস্ব চিপ বানাচ্ছে ফেইসবুক

নিজস্ব চিপ বানানোর লক্ষ্যে দল গঠনের কাজ করছে ফেইসবুক, বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 07:40 AM
Updated : 19 April 2018, 07:40 AM

বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তি ও একটি নিয়োগ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলা হয়, একজন ব্যবস্থাপক চাচ্ছে ফেইসবুক যিনি “এন্ড-টু-এন্ড এসওসি/এএসআইসি, ফার্মওয়্যার এবং ড্রাইভার উন্নয়ন সংস্থা বানাতে ও ব্যবস্থাপনা করতে পারেন।”

এসওসি (সিস্টেম-অন-চিপ) হলো চিপ কাঠামোর সাধারণ ধারণা এবং এটি সচরাচর মোবাইল ডিভাইসের চিপগুলোর নকশায় ব্যবহার করা হয়। অন্যদিকে এএসআইসি (অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট) চিপ নকশা করা হয় একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য।

বিশ্বজুড়ে অনেকগুলো ডেটা সেন্টার পরিচালনা করে ফেইসবুক, যেখানে অনেক মূলধন দরকার হয়। অ্যালফাবেট এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য চিপ কাস্টমাইজেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ বাড়িয়েছে।

ফেইসবুকের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে চিপ নকশাকারী দলটি এআইয়ের দিকে লক্ষ্য করে গঠন করা হবে কি-না। ফেইসবুকের নকশা করা এই চিপগুলো ঠিক কী কাজে ব্যবহার করা হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে জানতে ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।