অতিমাত্রায় স্বয়ংক্রিয়তা ছিল ভুল: মাস্ক

কারখানায় অতিমাত্রায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার করাটা ছিল ভুল, একথা স্বীকার করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 02:55 PM
Updated : 14 April 2018, 02:55 PM

টেসলা গাড়ির উৎপাদনের ক্ষেত্রে মানুষের চেয়ে রোবটের ওপর বেশি নির্ভরশীল হওয়া উচিত হয়নি বলে মনে করেন তিনি, বলা হয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদকের টুইটের জবাব দিতে মাস্ক বলেন, “টেসলায় অতিমাত্রায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার ছিল ভুল। মানুষের সঠিক মূল্যায়ন করা হয়নি।”

অন্যদিকে সিবিএস নিউজ-এর গেইল কিং এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “তার জটিল নেটওয়ার্কের পরিবাহক বেল্ট রয়েছে এবং তা কাজ করছে না। তাই আমরা পুরো জিনিসটা বাদ দিয়েছি।”

তুলনামূলক সস্তা গাড়ি মডেল ৩-এর উৎপাদনে ধীর গতির কারণে টেসলা গ্রাহকের বাড়তি চাপের মুখে পড়ে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায় সপ্তাহে ২৫০০ গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে হতাশ হয়েছে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা।

লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানের শেয়ার মূল্যের ওপর। ৩৪০ মার্কিন ডলার থেকে কমে শেয়ার মূল্য দাঁড়িয়েছে ২৫২ ডলারে। ইলন মাস্ক বলছেন তৃতীয় প্রান্তিকে লাভ আসবে প্রতিষ্ঠানের।

বর্তমানে টেসলা’র বাজার মূল্য ৫০০৭ কোটি মার্কিন ডলার। অন্যদিকে ফোর্ড মোটর্স-এর বাজার মূল্য ৪৫০০ কোটি ডলার।