অ্যাপলকে গুণতে হবে ৫০ কোটি ডলার

এক পেটেন্ট মামলায় মেধাসত্ত্ব পেটেন্ট সংরক্ষণকারী প্রতিষ্ঠান ভারনেটএক্স-কে ৫০ কোটি ২৬ লাখ ডলার পরিশোধ করতে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 01:36 PM
Updated : 12 April 2018, 01:36 PM

ভারনেটএক্স প্রতিষ্ঠানটি ‘পেটেন্ট ট্রল’ নামে পরিচিত বলে জানিয়েছে আইএএনএস। বুধবার প্রযুক্তি সাইট এনগেজেট-এর প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ভারনেটএক্স-এর মেধাসত্ত্ব পেটেন্ট লঙ্ঘন করেছে দাবি করে মামলা করেছিল ভারনেটেক্স। যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টেক্সাস-এর আদালত মামলার এই রায় দিয়েছে। 

ভারনেটএক্স-এর দাবি, ফেইসটাইম, আইমেসেজ এবং ভিপিএন অন ডিমান্ড-এর মতো অ্যাপলের ফিচারগুলো ভারনেটএক্স-এর চারটি পেটেন্ট লঙ্ঘন করেছে। ভারনেটএক্স-এর প্রধান নির্বাহী কেন্ডাল লারসেন বলেন, “প্রমাণ স্পষ্ট ছিল। সত্যটা বলে দিন আর আপনাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না।”

ভারনেটএক্স ২০১০ সালে এই মামলা দায়ের করেছিল।

এর আগে এই মামলায় অ্যাপলকে ৪৩ কোটি ৯৭ লাখ ডলার পরিশোধে রায় দেওয়া হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে এ নিয়ে আপিল করে ভারনেটএক্স।

নেভাডাভিত্তিক ভারনেটএক্স পূর্ব টেক্সাসে এই মামলা দায়ের করে। পূর্ব টেক্সাস নেভাডার চেয়ে বেশি পেটেন্ট ট্রলবান্ধব বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।