নোকিয়া’র প্লেন ব্রডব্যান্ড ব্যবসায় ‘কিনবে’ গুগল

নোকিয়া ওয়াইজ’এর এয়ারপ্লেন ব্রডব্যান্ড ব্যবসায় কিনতে আলোচনা চালাচ্ছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 09:55 AM
Updated : 11 April 2018, 09:55 AM

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ফিনিশ প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া’র প্রযুক্তি অ্যালফাবেট অধীনস্থ গুগল-কে এয়ারপ্লেনে বর্তমানে ব্যবহৃত ওয়াই-ফাই থেকে দ্রুততর বিকল্প ব্যবস্থা আনতে সহায়তা করতে পারে। এ নিয়ে আলোচনা এগিয়ে গিয়েছে আর শীঘ্রই এ নিয়ে চুক্তি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে, এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি প্রতিষ্ঠান দুটি এই চুক্তি না করার সিদ্ধান্তও নিতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এ নিয়ে রয়টার্স-এর পক্ষ থেকে অনুরোধ করা হলেও গুগলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নোকিয়ার এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছেন।

এ খবর প্রকাশের আগ পর্যন্ত হিসাবে নোকিয়া ওয়াইজ-এর প্রতি শেয়ার মূল্য ৪.৪৯ ইউরো আর এর মোট বাজারমূল্য ২৫২৯ কোটি ইউরো।