প্রাইভেসি সমাধানে ফেইসবুক-কে জ্যাক মা’র আহ্বান

ডেটা প্রাইভেসি সমস্যাগুলো সমাধান করতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক-কে আহ্বান জানিয়েছেন চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা প্রধান জ্যাক মা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 10:53 AM
Updated : 10 April 2018, 10:53 AM

চীনের দক্ষিণ হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া-তে বক্তব্য দেওয়ার সময় তিনি ফেইসবুক-কে এই আহ্বান জানান। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নিয়ে আলোচনার সময় এমন কথা বললেন তিনি, খবর রয়টার্স-এর।

জ্যাক মা বলেন, “শীর্ষ ব্যবস্থাপনাকে দায় নিতে হবে। বলুন যে, আমরা এখন থেকে এটি নিয়ে কাজ শুরু করেছি।”

“আমি ফেইসবুক নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি বলব, ফেইসবুক, ১৫ বছর আগে, তারা কখনোই ভাবেনি যে বিষয়গুলো এভাবে বাড়বে।” তিনি আরও বলেন, “ঠিক, এটি সোশাল নেটওয়ার্কের মতো, দুইশ’ কোটি মানুষ এটি ব্যবহার করছে! তাই তারা বুঝতে পারেনি এমন সব সমস্যা সামনে এসেছে! এটি সমাধানের সময় এখনই।”

চীনা এই ধনকুবের বলেন, “কিন্তু আমি মনে করি সমস্যা সমাধান হয়ে যাবে, এই সমস্যাগুলোর কারণে প্রতিষ্ঠানটিকে বন্ধ করা আমাদের উচিৎ নয়।”

এক্ষেত্রে সমাধান কী হতে পারে? জ্যাক মা-এর ভাষায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হচ্ছে, আপনারা ডেটাকে সম্মান করুন, আপনারা নিরাপত্তাকে সম্মান করুন, আপনারা প্রাইভেসিকে সম্মান করুন।”

আরও খবর