এবার ফেইসবুক বর্জন করলেন ওজনিয়াক

ফেইসবুকের কেবব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনার পর এবার প্লাটফর্মটিতে নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 04:15 PM
Updated : 9 April 2018, 04:15 PM

মার্কিন দৈনিক ইউএসএ টুডে’র সঙ্গে সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, গ্রাহকের ডেটা ব্যবহারে ফেইসবুকের পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ার কারণেই সামাজিক মাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

“গ্রাহক তার জীবনের সব বিস্তারিত ফেইসবুককে দেয় এবং ফেইসবুক এর থেকে অনেক বিজ্ঞাপনী অর্থ আয় করে,” বলেন ওজনিয়াক।

তিনি আরও বলেন, “এখানে লাভ পুরোটা গ্রাহকের তথ্যের ওপর ভিত্তি করে আসে, কিন্তু এর বদলে গ্রাহক কোনো লাভ ফেরত পান না।”

১৯৭৬ সালে স্টিভ জবস-এর সঙ্গে অ্যাপল প্রতিষ্ঠা করেন ওজনিয়াক। “গ্রাহকের গোপনীয়তার ব্যাপারে ফেইসবুকের উচিত অ্যাপলের বইয়ের পাতা থেকে কিছু নেওয়া”, বলেন তিনি।

অ্যাপলের ব্যবসা নিয়ে ওজনিয়াক বলেন, “ভালো পণ্য থেকে আয় করে অ্যাপল, আপনার থেকে নয়।”

রোববার আনুষ্ঠানিকভাবে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করেন তিনি। অ্যাকাউন্ট বন্ধ করার আগে ওজনিয়াক এক বার্তায় লিখেছেন, “আমি ফেইসবুক ছাড়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। এটি আমাকে ইতিবাচকের চেয়ে বেশি নেতিবাচক বিষয় দিয়েছে।”

“নিজের সম্পর্কে শেয়ার করতে অ্যাপলের আরও নিরাপদ উপায় রয়েছে। আমি এখনও পুরানো ইমেইল এবং বার্তা দিয়ে কাজ চালাতে পারি।”

ফেইসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেও তা মুছে ফেলবেন কিনা সে সিদ্ধান্ত নেননি ওজনিয়াক। আর নিজের আইকনিক ইউজারনেইম ‘স্টিভওজ’ ও ছাড়তে চান না তিনি।