যুক্তরাজ্যে ছয় বছরের ২৫ শতাংশ শিশুই স্মার্টফোন মালিক

যুক্তরাজ্যে ছয় বছর বা তার কমবয়সী প্রতি চারজন শিশুর একজন একটি স্মার্টফোন ব্যবহার করে, এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছে আইএএনএস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 01:15 PM
Updated : 9 April 2018, 01:15 PM

পুরানো পণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম মিউজিকম্যাগপাই-এর গবেষকদের সূত্রমতে, ছয় বছর বা এর কমবয়সী ২৫ শতাংশ শিশুর নিজস্ব স্মার্টফোন আছে। তাদের মধ্যে প্রায়ই অর্ধেকই প্রতি সপ্তাহে ২১ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোনে ব্যয় করে, সোমবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

জরিপে আরও বলা হয়, তিন চতুর্থাংশেরও বেশি মা-বাবা তাদের সন্তানের প্রথম ফোনের জন্য পাঁচশ’ ডলার পর্যন্ত ব্যয় করেন।

গবেষণার একজন লিয়াম হাওলি বলেন, “অধিকাংশ মা-বাবাই শিশুদের নিজস্ব ফোন ব্যবহারের গ্রহণযোগ্য বয়স ১১ বললেও, আমরা দেখি ২৫ শতাংশ শিশুর বয়স ছয় বা তার কম আর তাদের একটি ফোন আছে।”  

শিশুরা তাদের ফোনে কতক্ষণ সময় ব্যয় করছে তা নিয়ে কোনো সময় বেঁধে দেন না এমন মা-বাবার হার প্রতি ১০ জনে আটজন।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো-তে প্যারেন্টস অ্যাগেইনস্ট আন্ডারএইজ স্মার্টফোনস বা পিএইউএস নামের একটি অলাভজনক সংস্থা ১৩ বছরের কমবয়সীদের কাছে এই ডিভাইস বিক্রি নিষিদ্ধ করেছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, কিশোর বয়সীরা স্মার্টফোন বা ইলেকট্রিক ডিভাইসে যত বেশি সময় দেয়, তাদের হতাশাগ্রস্থ হওয়ার শংকা তত বেশি বেড়ে যায় আর তারা আত্মহত্যার চেষ্টা চালায়।