এবার ভিডিও কল রেকর্ড সুবিধা আসছে স্কাইপ-এ

ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ-এ কল রেকর্ডিং ফিচার আনতে কাজ করছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2018, 01:35 PM
Updated : 7 April 2018, 01:35 PM

এই ফিচার এক্সস্প্লিট, ওয়ারকাস্ট আর ভিমিক্স-এর মতো থার্ড-পার্টি অ্যাপগুলোর সঙ্গেও কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

শুক্রবার স্কাইপ এক ব্লগ পোস্টে বলে, ব্যবহারকারীরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর অ্যাডোবি অডিশন-এর মতো অ্যাপগুলো ব্যবহার করে কোনো রেকর্ডিং রেকর্ড, ইমপোর্ট বা এডিট করতে তাদের ডেস্কটপ ক্লায়েন্ট মোড থেকে ‘কনটেন্ট ক্রিয়েটর’ মোডে গেলে কল রেকর্ড করতে পারবেন।

এক্ষেত্রে নিজেদের পছন্দমতো থার্ড-পার্টি সফটওয়্যার বাছাই করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আর স্কাইপ এই সমন্বয়ে সমর্থন দেবে।

নতুন কল রেকর্ড ফিচারের সঙ্গে স্কাইপ ব্যবহারকারীদেরকে ইউটিউব বা টুইচ-এর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও কলটি সরাসরি সম্প্রচারের সুযোগ দেবে।

সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এনএবি অনুষ্ঠানে নতুন এই ফিচার চালু করবে স্কাইপ।