এআই হবে অমর স্বৈরশাসক: মাস্ক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2018 05:47 PM BdST Updated: 07 Apr 2018 05:47 PM BdST
-
ছবি- রয়টার্স
শীঘ্রই নিয়ন্ত্রণে না আনলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা “অমর স্বৈরশাসকে’ পরিণত হবে আর তাদের হাত থেকে মানুষ কোনোভাবেই মুক্তি পাবে না, এমন সতর্কবার্তা জারি করেছেন টেসলা আর স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক।
এআই নিয়ে করা এক ডকুমেন্টারিতে মাস্ক বলেন, “কোনো খারাপ স্বৈরশাসক এলে, ওই মানুষটি অন্তত মারা যাবেন। কিন্তু এআই-এর কোনো মৃত্যু নেই। এটি সারাজীবন বাঁচবে, আর আপনারা পাবেন এক অমর স্বৈরশাসক। এ থেকে আপনারা কখনও পালাতে পারবেন না।”
“এআই-এর যদি কোনো লক্ষ্য থাকে আর মানবজাতি এখন যেভাবে আছে সেভাবেই থাকে, তবে এটি অবশ্যই এ নিয়ে কিছু না ভেবেই মানবজাতিকে ধ্বংস করে দেবে। (এতে এর) কোনো বাজে অনুভূতি হবে না।”
‘ডু ইউ ট্রাস্ট দিস কম্পিউটার’ নামের এই ডকুমেন্টারিতে পরিচালক ক্রিস পেইন-কে মাস্ক এসব কথা বলেন, খবর আইএএনএস-এর।
এর আগে পেইন ‘হু কিলড দ্য ইলেকট্রিক কার’ নামের এক অনুষ্ঠানে মাস্ক-এর সাক্ষাৎকার নিয়েছিলেন পেইন।
নানা ধরনের উদ্ভাবনী ধারণার প্রবর্তক মার্কিন প্রকৌশলী ও ধনকুবের মাস্ক বরাবরই এআই-এর একজন সমালোচক। এটি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছেন তিনি। সম্প্রতি এক টুইটে তিনি বলেন, মানুষের উচিৎ এআই নিয়ে উত্তর কোরিয়ার ঝুঁকির চেয়েও বেশি সতর্ক হওয়া।
এর আগে তিনি একাধিকবার এআই-এর কারণে মানুষের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ার কথা বলেছেন। এমনকি এ নিয়ে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ-এর সঙ্গে বিবাদেও জড়িয়েছেন।
আরও খবর-
ওপেনএআই পর্ষদ থেকে সরলেন মাস্ক
মানুষের চেয়ে শত কোটি গুণ এগিয়ে এআই
উ. কোরিয়ার চেয়েও এআই ‘বেশি ঝুঁকিপূর্ণ’
এআই নিয়ে জাকারবার্গ-এর জ্ঞান সীমিত: মাস্ক
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা
- অবৈধদের শিক্ষা দিতে গ্যাস বন্ধ ঢাকার এক এলাকায়