২০১৭ সালের শুরুতে অ্যাপ স্টোরে মোট আইওএস অ্যাপ ছিল ২২ লাখ। বছর শেষে এই সংখ্যা কমে ২১ লাখে গিয়ে ঠেকে।
নতুন আইফোনগুলোতে কাজ করবে না আর সাম্প্রতিক রিভিউ নির্দেশিকা মেনে চলে না এমন অ্যাপগুলো ২০১৬ সালে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় মার্কিন টেক জায়ান্টটি। এই সিদ্ধান্তের জেরেই অ্যাপ স্টোর থেকে অ্যাপের সংখ্যা কমে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। ৬৪-বিট এর জন্য সমর্থিত নয় এমন অ্যাপগুলোও সরিয়ে ফেলেছে অ্যাপল।
এইসব অ্যাপকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে ভাইরাস স্ক্যানিং অ্যাপ, অন্যান্য অ্যাপের ক্লোন অ্যাপ আর কম ক্ষমতা সম্পন্ন অ্যাপগুলোও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে নির্মাতারা কম আইওএস অ্যাপ জমা দিয়েছে বলেও তথ্যে দেখা যায়।
অন্যদিকে, অ্যাপ স্টোরের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম গুগল অধীনস্থ গুগল প্লে-তে অ্যাপের সংখ্যা ২০১২ সাল থেকেই অ্যাপ স্টোরের তুলনায় বেশি। ২০১৭ সালে এই ব্যবধান আরো বেড়েছে। ২০১৭ সালে গুগল প্লেতে নতুন অ্যাপ এসেছে ১৫ লাখ, অ্যাপ স্টোরের ক্ষেত্রে সংখ্যাটা ৭,৫৫,০০০।