হাসপাতালের রোগীদের ডেটা চেয়েছিল ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2018 05:17 PM BdST Updated: 06 Apr 2018 05:21 PM BdST
-
ছবি- রয়টার্স
যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি হাসপাতাল থেকে রোগীদের ডেটা সংগ্রহ করতে চেয়েছিল ফেইসবুক। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নিয়ে চাপের মুখে ওই গবেষণা প্রকল্প বাতিল করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ফেইসবুক রোগীদের প্রোফাইল বানাতে ও হাসপাতালগুলোকে সহায়তা করতে চেয়েছিল। এই হাসপাতালগুলোর মধ্যে স্ট্যানফোর্ড মেডিকেল স্কুল এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি’র নাম রয়েছে। কোনো রোগীর কী ধরনের বিশেষ সেবা বা চিকিৎসা দরকার তা জানতেও এই তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হয়- খবর আইএএনএস-এর।
ফেইসবুকের এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “ওই প্রকল্প পরিকল্পনার ধাপ পার হয়নি, আর আমরা কারও ডেটা সংগ্রহ, শেয়ার বা বিশ্লেষণ করিনি।”
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির বিবৃতিতে বলা হয়, “ফেইসবুক থেকে নেওয়া পরিচয় প্রকাশ না করা ডেটা চিকিৎসক সম্প্রদায়কে এ খাতে আমাদের ধারণা উন্নত করতে সহায়তা করতে পারে কিনা তা জানার জন্য ২০১৭ সালে ফেইসবুক শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছিল।”
ব্যবহারকারীদের সম্পর্কে ফেইসবুকের সংগ্রহ করা বিশাল পরিমাণ ডেটা আর তা কীভাবে ব্যবহার করা হতে পারে সে বিষয়ে এই প্রকল্প নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে।”
প্রযুক্তি সাইট ভার্জ ফেইসবুকের এক মুখপাত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে। ওই মুখপাত্র বলেন, “নির্দিষ্ট কারও স্বাস্থ্যসেবার জন্য কোনো ধরনের পরামর্শ দিতে এই প্রকল্পের চেষ্টা করা হয়নি। বরং সাধারণভাবে ভিতরের তথ্য আনার দিকে নজর ছিল যা চিকিৎসাখাতে পেশাদারদের সামাজিকভাবে সংযুক্ত হতে সহায়তা করতো, যেহেতু তারা রোগীদের চিকিৎসা ও এ বিষয়ে জ্ঞান প্রয়োগ করে থাকে।”
কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে প্রায় ৮.৭০ কোটি ব্যবহারকারীর ডেটা বেহাত হয়ে থাকতে পারে বলে সম্প্রতি ধারণা প্রকাশ করেছে ফেইসবুক।
আরও খবর-
গ্রাহকের ইনবক্স থেকে জাকারবার্গের মেসেজ সরিয়েছে ফেইসবুক
ফেইসবুকে আপনার তথ্য, মুছে ফেলার কী উপায়?
ফেইসবুকে কন্টাক্টস আপলোড আটকাবেন কীভাবে?
ফেইসবুক আপনার কতটা জানে, কী রাখে?
ফেইসবুকে ফোন নাম্বার দিয়ে সার্চের সুবিধা বাতিল
ফেইসবুক কেলেঙ্কারি: বেহাত হয়েছে ‘পৌনে ৯ কোটি’ গ্রাহকের তথ্য
কেমব্রিজ অ্যানালিটিকা: এখনও বাইরে ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা!
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’