আসছে প্রথম ব্লকচেইন স্মার্টফোন

বিশ্বের প্রথম ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক স্মার্টফোন বানাবে সুইস-ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান সিরিন ল্যাবস আর ফক্সকন-এর অঙ্গপ্রতিষ্ঠান এফআইএইচ মোবাইল লিমিটেড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 03:37 PM
Updated : 5 April 2018, 03:37 PM

‘ফিনে’ নামের এই স্মার্টফোনটি বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রাগুলো সুরক্ষিতভাবে সংরক্ষণ করবে বলে জানিয়েছে সিরিন ল্যাবস। সেই সঙ্গে এই স্মার্টফোন দিয়ে কোনো ‘ফি’ ছাড়া লেনদেন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। 

এই স্মার্টফোনটি বিভিন্ন স্থান থেকে আসা আবেদনগুলোর ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে টোকেন রূপান্তর করতে পারবে। এক্ষেত্রে কোনো ডিজিটাল মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে ভিন্ন ভিন্ন টোকেন রাখার দরকার হবে না বলে জানিয়েছে সিরিন।

২০১৭ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি ইনিশিয়াল কয়েন অফারিংয়ের মাধ্যমে ১৫.৭৮ কোটি ডলার সংগ্রহ করতে সক্ষম হয়। একটি উন্মুক্ত ব্লকচেইন স্মার্টফোন ও ব্লকচেইনভিত্তিক পারসোনাল কম্পিউটার বানানোর সমর্থন যোগাতে এই পদক্ষেপ নেয় তারা।  

ভিয়েতনাম আর তুরস্কের আটটি নতুন দোকানে এই ডিভাইস বিক্রির পরিকল্পনা করছে সিরিন। ইতোমধ্যে এর জন্য ২৫ হাজারের বেশি প্রি-অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এক লাখ থেকে শুরু করে কয়েক মিলিয়ন পর্যন্ত এই ফোন বিক্রি করা সম্ভব হবে বলে প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।