বিশ্বজুড়ে আইওটি-তে মাইক্রোসফট-এর ৫০০ কোটি ডলার

বিশ্বজুড়ে ইন্টারনেট অফ থিংস (আইওটি) খাতে ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 09:09 AM
Updated : 5 April 2018, 09:09 AM

বুধবার মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সামনের চার বছরে ভারতসহ অন্যান্য দেশে ওই অর্থ বিনিয়োগ করবে তারা। আইওটি প্লাটফর্ম-এর আওতায় ক্লাউড, অপারেটিং সিস্টেম এবং ডিভাইসের পরিধি বাড়াচ্ছে মাইক্রোসফট, যাতে যেকোনো গ্রাহক ‘নির্ভরযোগ্য সংযুক্ত সমাধান’ তৈরি করে নিতে পারে- খবর আইএএনএস-এর।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “মাইক্রোসফট ভারতে সব শিল্পের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যকে বাস্তবে আনতে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ।”

সম্প্রতি ভারতে আইওটি খাতের অগ্রগতি বেড়েছে। দৈনন্দিন জীবনে বিদ্যুত সাশ্রয়, স্বাস্থ্য সেবা, অটোমোবিল নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে এর ব্যবহার বেড়েছে।

বিভিন্ন ধরনের আইওটি ডিভাইসের জন্য প্রতিষ্ঠানের পছন্দের প্লাটফর্ম বিবেচনা করা হয় মাইক্রোসফট অ্যাজিউর-কে। ভারতের জয়পুরে ‘স্মার্ট স্ট্রিট লাইটিং প্রজেক্ট’-এ ব্যবহার করা হয়েছে মাইক্রোসফট অ্যাজিউর আইওটি।

আগের বছরের শুরুতে টাটা মোটর্স-এর পক্ষ থেকে ঘোষণা করা হয় গ্রাহককে আরও ব্যক্তিগত, স্মার্ট এবং নিরাপদ গাড়ির অভিজ্ঞতা দিতে মাইক্রোসফট-এর কানেক্টেড ভেহিকল প্রযুক্তি ব্যবহার করবে তারা।