কম দামের পিক্সেল আনছে গুগল?

চলতি বছর গ্রীষ্মেই কমদামি নতুন একটি পিক্সেল ফোন আনতে পারে নির্মাতা প্রতিষ্ঠান গুগল, এমন খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট দ্য নেক্সট ওয়েব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 04:33 AM
Updated : 3 April 2018, 06:14 AM

ইকোনমিক টাইমস-এর বরাতে প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে বলা হয়, গুগল ভারতের মতো ক্রমবর্ধমান বাজারগুলোর কথা মাথায় রেখে অপেক্ষাকৃত কম দামের একটি পিক্সেল ফোন আনার পরিকল্পনা করছে। এক সময় ভারতে গুগলের নেক্সাস স্মার্টফোনট জনপ্রিয় ছিল। নেক্সাস ব্র্যান্ডের স্মার্টফোনগুলো গুগল অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে তৈরি করত। কিন্তু পিক্সেল স্মার্টফোনের সবই গুগলের তৈরি।

চলতি বছর জুলাই বা অগাস্টের মধ্যে নতুন এই স্মার্টফোন আনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ‘তত্ত্বীয়ভাবে’ এর কিছু মাস পর পিক্সেল ৩ স্মার্টফোনটি উন্মোচনের কথা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কম দামের পিক্সেল স্মার্টফোনটি অন্যান্য দেশে আনা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

২০১৭ সালের অক্টোবরে পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল উন্মোচন করে গুগল। সে সময় পিক্সেল ২-এর মূল্য ধরা হয় ৬৪৯ মার্কিন ডলার আর পিক্সেল ২ এক্সএল-এর মূল্য রাখা হয় ৮৪৯ মার্কিন ডলার।