টেসলা ‘দেউলিয়া’!

শেয়ারমূল্যের দিক থেকে সাত বছরেরও বেশি সময়ে সবচেয়ে বাজে মাস পার করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা। সম্প্রতি মডেল এক্স গাড়ি দুর্ঘটনার আর চালকের মৃত্যুতে শেয়ারমূল্য কমাটা আরও ত্বরান্বিত করেছে। এমন অবস্থায় প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক জানালেন, টেসলা দেউলিয়া হয়ে গিয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 03:59 PM
Updated : 2 April 2018, 03:59 PM

না, অবাক হওয়ার কিছু নেই, এ খবর সত্য নয়। ১ এপ্রিল ছিল ‘এপ্রিল ফুলস’ ডে’-তে টুইটারে মজা করে এ তথ্য জানান তিনি, খবর ব্লুমবার্গ নিউজ-এর।

 

রোববার ওই টুইটে মাস্ক বলেন, “ইস্টার এগ বিক্রির মতো শেষ চেষ্টার ব্যর্থ হওয়া আর অর্থ সংগ্রহের জোর চেষ্টা চালানোর পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে টেসলা সম্পূর্ণ ও পুরোপুরি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে।” এ ছাড়াও একটি ছবিসহ আরেক টুইটে বলা হয়, “একটি টেসলা মডেল ৩ গাড়ির সঙ্গে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তার আশপাশে ‘টেসলাকিলা’ বোতল পাওয়া গেছে, তার গালগুলোতে শুকানো অশ্রুর চিহ্ন তখনও দেখা যাচ্ছিল।”

চলতি বছর মার্চে টেসলার শেয়ারমূল্য ২২ শতাংশ পড়ে যায়।