সবচেয়ে বেশি পেটেন্ট স্যামসাংয়ের

২০১৮ সালের শুরু পর্যন্ত হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে করা পেটেন্টের সংখ্যার দিক থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-কে ছাপিয়ে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 03:56 PM
Updated : 2 April 2018, 03:56 PM

সোমবার সংবাদ সংস্থা ইয়োনহাপ-এর বরাতে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির অধীনের থাকা মোট পেটেন্টের সংখ্যা ৭৫,৫৯৬। জার্নাল আইএএম আর মেধাসত্ত্ববিষয়ক ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কেটিমাইন যৌথভাবে শীর্ষ একশ’ পেটেন্ট সত্ত্বাধিকারীর তালিকা করেছে। এই তালিকায় শীর্ষস্থান নিয়েছে স্যামসাং।

এর আগে ২৫ বছর ধরে শীর্ষে থাকা আইবিএম-এর পেটেন্ট সংখ্যা ৪৬,৪৪৩টি।

বিশ্লেষণা প্রতিবেদনটিতে বলা হয়, “আইবিএম-এর সত্ত্ব পুরানো হতে থাকায়, একে গতি রাখতে হলে আরও উদ্ভাবন করতে হবে (বা আরও পেটেন্ট সত্ত্ব কিনতে হবে)। 

তালিকায় তৃতীয় স্থানে আছে জাপানের ক্যানন, এই প্রতিষ্ঠানের পেটেন্ট সংখ্যা ৩৮,৯৯৬। ৩০,৯৮৫টি পেটেন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল।