ফেইসবুকে কন্টাক্টস আপলোড আটকাবেন কীভাবে?

স্মার্টফোনে ফেইসবুক অ্যাপ ইনস্টলের সময়ই আপনার কন্টাক্টস ব্যবহারের অনুমতি নিয়ে নেয় ফেইসবুক। আর এতে নিয়মিতভাবে আপনার কন্টাক্টস আপলোড হয় ফেইসবুক সার্ভারে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2018, 05:56 PM
Updated : 27 March 2018, 05:56 PM

ফেইসবুককে নিজের কন্টাক্টস দেওয়া সহজেই আটকাতে পারেন গ্রাহক। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে ফেইসবুকে কন্টাক্টস আপলোড আটকানোর উপায় জানানো হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে ফেইসবুক কন্টাক্টস আপলোড আটকাবেন:

  • অ্যান্ড্রয়েড ফোনে ফেইসবুক অ্যাপ চালু করুন
  • পর্দার ডানদিকে ওপরে মেনু বাটন চাপুন
  • তালিকা থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ বাছাই করুন
  • ‘অ্যাপ সেটিংস’ অপশন বাছাই করুন
  • ‘কন্টিনিউয়াস কন্টাক্টস আপলোড’ ফিচার বন্ধ করুন

আইফোন এবং আইপ্যাডে কীভাবে ফেইসবুক কন্টাক্টস আপলোড আটকাবেন:

  • আইফোন বা আইপ্যাডের ফেইসবুক অ্যাপের মেনু বাটন চাপুন
  • সেটিংস বাছাই করুন
  • অ্যাকাউন্ট সেটিংস-এ যান
  • জেনারেল ট্যাব বাছাই করুন
  • ‘আপলোড কন্টাক্টস’ বাছাই করে তা বন্ধ করুন

যে কন্টাক্টসগুলো ইতোমধ্যেই আপলোড করেছেন তা মুছবেন কীভাবে:

  • প্রথমে নিশ্চিত ক্রুন ওপরের ধাপগুলো ঠিকমতো অনুসরন করেছেন
  • ওয়েব ব্রাউজার থেকে ফেইসবুকের কন্টাক্ট ম্যানেজমেন্ট পেইজে যান
  • ‘রিমুভ অল কন্টাক্টস’ বাছাই করুন

আরও খবর-