একমাত্র বৈশ্বিক মুদ্রা হবে বিটকয়েন: ডরসি

পরবর্তী দশকের মধ্যে বিশ্বের একমাত্র মুদ্রা হবে বিটকয়েন এমনটাই আশা করছেন মাইক্রো ব্লগিং সাইট টুইটার ও মোবাইল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ার প্রধান জ্যাক ডরসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2018, 04:45 PM
Updated : 26 March 2018, 04:45 PM

ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস-কে বিটকয়েন-এর ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে একথা জানিয়েছেন ডরসি।

বিটকয়েনে একজন ব্যক্তিগত বিনিয়োগকারীও তিনি। তার প্রত্যাশা এক দশকের মধ্যে কফির মতো সাধারণ জিনিসগুলোর লেনদেনও হবে বিটকয়েন দিয়ে এবং দশ বছর ধরে বিশ্ব জুড়ে এর সম্প্রসারণ হবে, “কিন্তু এটি আরও দ্রুতও হতে পারে” বলে প্রতিবেদনে জানিয়েছে সানডে টাইমস।

আগের বছর নভেম্বরে ডরসি’র আরেক প্রতিষ্ঠান স্কয়ার জানায়, তারা নিজেদের ক্যাশ অ্যাপে বিটকয়েনের কেনাকাটা চালু করবে। এছাড়া লাইটিনিং ল্যাব নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানেরও বিনিয়োগকারী হলেন ডরসি। বিটকয়েনের ব্যবহার দ্রুত এবং সহজ করার প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছে লাইটিনিং ল্যাব।

ডরসি বলেন, “বিটকয়েন ধীর গতির এবং দামী, কিন্তু যখন বেশি বেশি মানুষ এটি কিনছেন এই বাধাগুলো আর থাকছে না।”

প্রথমবার যখন এই ক্রিপ্টোকারেন্সি বাজারে আসে তখন ডলার এবং স্বর্ণের বিকল্প হিসেবে দেখা হচ্ছিল একে। সাম্প্রতিক সময়ে বিটকয়েনের দামেও দেখা গেছে বিশাল তারতম্য। এক পর্যায়ে প্রতি বিটকয়েনের মূল্য ছিল প্রায় ২০ হাজার মার্কিন ডলার। সেখান থেকে দাম কমে আগের মাসে আট হাজার ডলারের নিচে নামে প্রতি বিটকয়েন।