গাড়ির ভেন্ডিং মেশিন আনলো ফোর্ড ও আলিবাবা

নতুন গাড়ি কিনতে ক্রেতাদের সুবিধার্থে চীনের গুয়ানঝু-তে একসঙ্গে ভেন্ডিং মেশিন চালু করেছে ফোর্ড ও আলিবাবা। এর মাধ্যমে স্মার্টফোন অ্যাপ দিয়ে পছন্দের গাড়িটি ভেন্ডিং মেশিন থেকে বাছাই করে তা পরীক্ষার জন্য চালাতে পারবেন-- খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2018, 04:42 PM
Updated : 26 March 2018, 04:42 PM

দুই বছর আগে ভেন্ডিং মেশিনটি তৈরির জন্য চুক্তি করেছিল চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ও গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড।

নতুন এই ভেন্ডিং মেশিনটির নাম দেওয়া হয়েছে ‘সুপার টেস্ট-ড্রাইভ সেন্টার’। বহুতল এই মেশিনে কয়েক ডজন ফোর্ড গাড়ি রাখা থাকবে।

টিমেইল অ্যাপের মাধ্যমে গ্রাহক তার পছন্দের গাড়িটি বাছাই করতে এবং তিনদিনের জন্য পরীক্ষা করতে নিতে পারবেন।

মেকানিকাল গ্যারেজে গাড়ি রাখার এই পদ্ধতি প্রথম দেখা গেছে ১৯০৫ সালে। কিন্তু এবার একে নতুন প্রচারণার জন্য ব্যবহার করছে ফোর্ড।

যুক্তরাষ্ট্র জুড়ে একই ধরনের ভেন্ডিং মেশিন চালিয়ে আসছে দেশটির কারভানা নামের স্টার্টআপ প্রতিষ্ঠান। গ্রাহককে নিজের গাড়িও ভেন্ডিং মেশিনে রাখার সুযোগ দেয় কারভানা। আর এখান থেকেই নিজের নতুন গাড়ি সরবরাহ পেতে পারেন গ্রাহক।