‘মানুষের মতোই’ অনুবাদে দক্ষতা এআই-এর
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2018 08:38 PM BdST Updated: 25 Mar 2018 08:38 PM BdST
-
জুয়েডং হুয়াং, টেকনিক্যাল ফেলো, ইন চার্জ অফ মাইক্রোসফট স্পিচ, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেশিন ট্রান্সলেশন এফোর্টস/মাইক্রোসফট
-
আরুল মেনেজেস, পার্টনার রিসার্চ ম্যানেজার, মাইক্রোসফট মেশিন ট্রান্সলেশন টিম/মাইক্রোসফট
-
তিয়ে-ইয়ান লিউ, প্রিন্সিপাল রিসার্চ ম্যানেজার উইথ মাইক্রোসফট রিসার্চ এশিয়া, বেইজিং/মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভাষা অনুবাদের ক্ষেত্রে মানুষের সমান নির্ভুল দক্ষতা অর্জন করেছেন মাইক্রোসফট-এর গবেষকরা।
সম্প্রতি মাইক্রোসফটের একদল গবেষক জানিয়েছেন, তারা মেশিন ট্রান্সলেটরে এআই ব্যবহার করে চীনা থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে মানুষের সমান নির্ভুল দক্ষতা অর্জন করেছেন।
প্রতিষ্ঠানটির এশিয়া ও যুক্তরাষ্ট্রের ল্যাবের গবেষকরা জানান, তাদের এ অনুবাদ ব্যবস্থা ‘নিউজটেস্ট ২০১৭’ শীর্ষক লেখার পরীক্ষায় মানুষের সমান দক্ষতা অর্জন করেছে। এ অনুবাদ ব্যবস্থার উন্নয়নে এ শিল্পখাত সংশ্লিষ্ট পেশাদার ও অ্যাকাডেমিক পার্টনাররা অংশগ্রহণ করেছেন। ডব্লিউএমটি১৭ – গবেষণা সম্মেলনে এ অনুবাদ ব্যবস্থার ফলাফল প্রকাশ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ফলাফলের যথার্থতা যাচাইয়ে বাইরে থেকে দোভাষী মূল্যায়নকারীদের নিয়োগ দেওয়া হয়, যারা মাইক্রোসফটের ফলাফলের সঙ্গে মানুষের করা অনুবাদের ফলাফলের তুলনামূলক মূল্যায়ন করে দেখেন।

আরুল মেনেজেস, পার্টনার রিসার্চ ম্যানেজার, মাইক্রোসফট মেশিন ট্রান্সলেশন টিম/মাইক্রোসফট
গবেষকরা অনুবাদের ওপর অনেক বছর ধরেই কাজ করছেন। তবে, তারা সম্প্রতি ডিপ নিউরাল নেটওয়ার্কস শীর্ষক ট্রেইনিং এআই সিস্টেম ব্যবহার করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন বলে জানিয়েছে মাইক্রোসফট। এই সিস্টেম ‘স্ট্যাটিস্টিক্যাল মেশিন অনুবাদ’ নামে পরিচিত।
ডেটাসেটে মানুষের সমতুল্য দক্ষতা অর্জনের মাইলফলক অর্জনে সংখ্যা যোগ করার পাশাপাশি, প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে অনুবাদ ব্যবস্থাকে আরও নিখুঁত করতে বেইজিং ও ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের তিনটি গবেষণাদল একসঙ্গে কাজ করেছে। অনেকক্ষেত্রেই এ পদ্ধতি একদম সঠিক না হওয়া পর্যন্ত মানুষের উচ্চারণভঙ্গি অনুসরণ করবে।
মেশিন অনুবাদে মাইক্রোসফট আরেকটি পদ্ধতি ব্যবহার করেছে, তা হচ্ছে- ডুয়াল লার্নিং। এটি এক ধরনের তথ্য যাচাইয়ের মতো কাজ করে। প্রতিবার সিস্টেমে চীনা ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদের জন্য কোনো বাক্য দেওয়া হলে, গবেষকদল বাক্যকে আবার ইংরেজি থেকে চীনা ভাষায় অনুবাদ করেন। স্বয়ংক্রিয়ভাবে অনুবাদের ক্ষেত্রে যথার্থতা নির্ণয়ে মানুষ সাধারণত এ পদ্ধতিই ব্যবহার করে বলে জানায় প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি, এটি সিস্টেমকে সুযোগ করে দেবে নিজ থেকে ভুল ঠিক করে নেওয়ার। ডুয়াল লার্নিং পদ্ধতিও উদ্ভাবন করেছে মাইক্রোসফটেরর গবেষণা দল। এ উদ্ভাবন অন্যান্য কাজের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তাগত সহায়তায় ব্যবহারযোগ্য।

তিয়ে-ইয়ান লিউ, প্রিন্সিপাল রিসার্চ ম্যানেজার উইথ মাইক্রোসফট রিসার্চ এশিয়া, বেইজিং/মাইক্রোসফট
এছাড়াও মেশিন অনুবাদে ইংরেজি থেকে চীনা এবং চীনা থেকে ইংরেজি ভাষার অনুবাদ ব্যবস্থায় জয়েন্ট ট্রেইনিং কৌশল ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করা হয় ইংরেজি থেকে চীনা ভাষার অনুবাদের ক্ষেত্রে নতুন ইংরেজি বাক্য অনুবাদ করে চীনা ভাষায় নতুন বাক্যের সঙ্গে জোড়া লাগানোর ক্ষেত্রে। এই একই প্রক্রিয়া ঘটে ইংরেজি থেকে চীনা ভাষায় অনুবাদের ক্ষেত্রেও। এতে করে দুই ধরনের অনুবাদেই দক্ষতা ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
এক্ষেত্রে ‘অ্যাগ্রিমেন্ট রেগুলারাইজেশন’ নামের একটি পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে সিস্টেম বাম থেকে ডান কিংবা ডান থেকে বামে পড়ার মাধ্যমে অনুবাদ করতে পারে। এ কৌশল যদি একই অনুবাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে এটি অনুবাদের ফলাফলকে বিশ্বাসযোগ্য করে তোলে। অনুবাদের সঠিক ছন্দ ধরে রাখার ক্ষেত্রে এ কৌশল অত্যন্ত কার্যকরী বলে দাবি প্রতিষ্ঠানটির।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!