এবার বেইজিংয়ে বাইদু’র স্বচালিত গাড়ি
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018 08:33 PM BdST Updated: 23 Mar 2018 08:33 PM BdST
-
ছবি- রয়টার্স
চীনের রাজধানী বেইজিংয়ে স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠাতা উবার-এর একটি স্বচালিত গাড়ির সঙ্গে দুর্ঘটনায় সম্প্রতি এক নারী পথচারী নিহন হয়েছেন। ওই ঘটনার ফলে স্বচালিত গাড়ির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার বিষয়টি যখন আলোচনার তুঙ্গে, ঠিক সে সময় এ প্রযুক্তি পরীক্ষা চালানোর এই সবুজ সংকেত পেল বাইদু।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বেইজিংয়ে তাদেরকে শহরের কম জনসংখ্যার এলাকাগুলোতে মোট প্রায় ১০৫ কিলোমিটারের ৩৩টি রাস্তায় পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
বেইজিংয়ের রাস্তায় এমন উন্মুক্ত পরীক্ষার লাইসেন্স বাইদু’ই এই প্রথমবার পেল বলে উল্লেখ করা হয়েছে বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
এক বিবৃতিতে বাইদু ভাইস প্রেসিডেন্ট ঝাও চ্যাং বলেন, “আমরা বিশ্বাস করি এমন সমর্থন যোগানো নীতিমালা নিয়ে বেইজিং স্বচালিত গাড়ির জগতে একটি উদীয়মান কেন্দ্র হয়ে উঠবে।”
চলতি মাসেই অ্যারিজোনার টেম্পে-তে ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে চলতে থাকা উবারের স্বচালিত গাড়ির দুর্ঘটনাটি ঘটে। সামনে হঠাৎ ওই নারী পথচারী চলে এলেও গাড়িটি থামতে পারেনি। গাড়িটির ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। এরপর থেকে স্বচালিত গাড়ি প্রযুক্তির নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ জন্ম নেয়। তবে, দুর্ঘটনাস্থলের স্থানীয় পুলিশ জানায়, “এই দুর্ঘটনায় উবার দোষী নাও হতে পারে।”
এই ঘটনার পর স্যান ফ্রানসিসকো, টরোন্টো আর টেম্পেতে নিজেদের স্বচালিত গাড়ি পরিচালনা বন্ধ করে দিয়েছে উবার। একই পদক্ষেপ নিয়েছে টয়োটাসহ এ খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠান।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল