মানুষের আস্থাই সবচেয়ে বড় বিষয়: স্যান্ডবার্গ

কেমব্রিজ অ্যানানালিটিকা ডেটা কেলেঙ্কারি নিয়ে ক্ষমা চেয়েছেন ফেইসবুক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 07:31 AM
Updated : 23 March 2018, 07:31 AM

এই ঘটনা সোশাল মিডিয়া জায়ান্টটির উপর বড় ধরনের বিধিবিধান নিয়ে আসবে, বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রায় পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর ডেটা অপব্যবহার করেছিল ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা, এমন অভিযোগ ওঠার পর থেকেই তীব্র সমালচনার মুখে আছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। শুরুতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আর প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এ নিয়ে চুপ থাকলে তা নিয়েও শুরু হয় সমালোচনা। অবশেষে ২২ মার্চ এ নিয়ে মুখ খোলেন জাকারবার্গ। ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে এ নিয়ে কংগ্রেসের সামনে দাঁড়াতে তিনি প্রস্তুত বলেও জানান। তারপরই এ বিষয়ে বক্তব্য এলো প্রতিষ্ঠানটির কার্যত দ্বিতীয় প্রধান স্যান্ডবার্গ-এর কাছ থেকে।

স্যান্ডবার্গ বলেন, “মার্ক বলেছেন, ‘এটি নিয়ন্ত্রণের নীতিমালার কোনো প্রশ্ন নয়, এটি কী ধরনের তা নিয়েই প্রশ্ন’। আমরা নিয়ন্ত্রণ নীতিমালার জন্য উন্মুক্ত। আমরা বিশ্বজুড়ে আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করি।”

“আমরা জানি এটি একটি আস্থার বিষয়। আমরা জানি এটি আমাদের প্রতিষ্ঠান, আমরা যে সেবা দেই তার জন্য একটি সংকটপূর্ণ সময়। আমরা যা করতে পারি তার সবই করবো।”

এই কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার ফেইসবুকের শেয়ারমূল্য পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি পড়ে যায়। তবে এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন স্যান্ডবার্গ, বরং তার মুখে মানুষের আস্থার বিষয়টি বেশি গুরুত্ব পায়। তিনি বলেন, “আমরা বিষয়টা এভাবে দেখছি না। এটি আমাদের ব্যবসায়কে দীর্ঘমেয়াদে বা তাৎক্ষণিকভাবে ক্ষতি করছে, এমন বাণিজ্যিক বিষয়গুলোর আমরা দেখছি না। আমাদের কাছে মানুষের আস্থাই সবচেয়ে বড় বিষয়, আর এভাবেই আমরা সিদ্ধান্তগুলো নেই।”

আলোচনা যখন তুঙ্গে, মুখর হয়ে আছেন সমালোচকরা তখন আরও আগেই কেন কথা বলেননি স্যান্ডবার্গ? তার ভাষ্য, “যদি গেল সপ্তাহটা আবার পেতাম, আমি অবশ্যই মার্ক-কে নিয়ে আমরা আরও আগে কথা বলতাম, কিন্তু আমরা বিষয়টির একদম গভীরে বুঝতে চেষ্টা করছিলাম।”

এই কেলেঙ্কারি নিয়ে জাকারবার্গ-এর দেওয়া এক স্ট্যাটাস শেয়ার করে স্যান্ডবার্গ বলেন, “আমরা শেষ কিছুদিন ধরে এই ঘটনার পুরো দৃশ্যটা পেতে কাজ করছিলাম যাতে এমনটা আবার হওয়া আমরা থামাতে পারি।”

আরও খবর