‘ডিলিটফেইসবুক’ ভালো নয়: জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018 09:35 PM BdST Updated: 22 Mar 2018 09:35 PM BdST
ফেইসবুক মুছে ফেলার আহ্বান জানিয়ে শুরু করা ‘ডিলিটফেইসবুক’ হ্যাশট্যাগ প্রচারণাকে নিজ প্রতিষ্ঠানের জন্য ভালো চোখে দেখছেন না ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
২০১৬ সালে ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্বাচনী প্রচারণায় ফেইসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর ডেটা অপব্যবহার করা হয়েছে, এমন অভিযোগ উঠার পর আলোচনার ঝড় তুলে বিষয়টি। এ নিয়ে ফেইসবুক মুছে ফেলার আহ্বান জানিয়ে “ডিলিটফেইসবুক” হ্যাশট্যাগ দিয়ে টুইট করেন ফেইসবুকেরই মালিকানাধীন হোয়াটসঅ্যাপ-এর সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন। এরপর টুইটারে এই হ্যাশট্যাগ ‘জনপ্রিয়’ হয়ে উঠতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হ্যাশট্যাগের বিষয়টি নিজ প্রতিষ্ঠানের জন্য “ভালো নয়” বলে মন্তব্য করেছেন জাকারবার্গ। যদিও এতে ফেইসবুকের এখনও তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে জাকারবার্গ বলেন, তিনি এই হ্যাশট্যাগ প্রচারণার বিষয়ে চিন্তিত। এর কারণে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেলছেন কিনা তা নিয়েও ভাবছেন তিনি।
জাকারবার্গ বলেন, “আমি মনে করি না আমরা উল্লেখযোগ্য কোনো সংখ্যার মানুষকে এমনটা করতে দেখেছি। কিন্তু, আপনি জানেন, এটি ভালো নয়।”
“আমি মনে করি এটি যে মানুষের আস্থার জন্য বড় একটি বিষয় তা স্পষ্ট আর আমি তা বুঝতে পারি। আর মানুষ এটি নিয়ে তাদের অ্যাপ মুছে ফেলবে বা ফেইসবুক ব্যবহারের আগের মতো ভালো বোধ করবে কিনা তা একটি বড় বিষয়। আর আমরা মনে করি এটি সংশোধনে আমাদের একটি দায় আছে।”
চলতি সপ্তাহের শুরুতেই গবেষণা প্রতিহশঠান ম্যাকুয়েরি রিসার্চ এক বিবৃতিতে জানায়, কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ফেইসবুক আর অন্যান্য সামাজিক মাধ্যমে মানুষের থাকা আস্থা সরিয়ে দিতে পারে। জাকারবার্গের মন্তব্যেও একই রকম সুর পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো