শব্দওয়ালা ভিডিও আপনাআপনি চালাবে না ক্রোম

ক্রোম ব্রাউজার ব্যবহারে সময় প্রায়ই স্বয়ংক্রিয়ভাবে কোনো ভিডিও শুরু হয়ে যায়, এর সঙ্গে থাকে শব্দও। এ নিয়ে এতদিন বিরক্ত ছিলেন অনেক ব্যবহারকারী। এবার এ সমস্যা দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলো গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 03:30 PM
Updated : 22 March 2018, 03:30 PM

ক্রোম-এর পরবর্তী আপডেট অর্থাৎ ক্রোম সংস্করণ ৬৬-তে এই স্বয়ংক্রিয় ভিডিও নিয়ে পরিবর্তন আনছে ওয়েব জায়ান্টটি। এই আপডেটে শব্দ যদি আগে ডিফল্ট অবস্থায় চালু করা না থাকে বা ব্যবহারকারী যদি সাইটে কোথাও ক্লিক করেন বা আগে ‘সাইটের মিডিয়াতে কোনো আগ্রহ দেখিয়ে থাকেন’ শুধু সেক্ষেত্রেই এই ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।   

এই পরিবর্তনগুলো ক্রোম সংস্করণ ৬৪-তেই আনার কথা ছিল বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। তবে, চলতি বছর জানুয়ারিতে আনা এই সংস্করণে শুধু একটি অপশন রাখা হয়। এই অপশন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও প্লে করে এমন বিরক্তিকর ওয়েবসাইটগুলো স্থায়ীভাবে ‘মিউট’ করে রাখা যায়।

বর্তমানের ক্রোমের বেটা চ্যানেলগুলোতে ক্রোম ৬৬-এর এই পরিবর্তন পাওয়া যাচ্ছে। মূল সংস্করণ সবার জন্য সামনের মাসে উন্মুক্ত করা হবে।