অ্যালফাবেটকে হটিয়ে দ্বিতীয় অ্যামাজন

বাজার মূল্যে প্রথমবারের মতো গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে পেছনে ফেলে মার্কিন প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয় স্থানে উঠেছে অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 04:46 PM
Updated : 21 March 2018, 04:46 PM

মঙ্গলবার ২.৬৯ শতাংশ বেড়ে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৫৮৬.৫১ মার্কিন ডলারে। এতে অ্যামাজনের বাজার মূল্য হয়েছে ৭৬৮০০ কোটি মার্কিন ডলার-- খবর রয়টার্স-এর।

ক্লাউড কম্পিউটিং, মুদী পণ্য এবং অন্যান্য নতুন ব্যবসার পরিধি বাড়ায় বাজার মূল্য বেড়েছে অ্যামাজনের, এমনটাই ধারণা প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে একই দিনে শেয়ার মূল্য ০.৩৯ শতাংশ কমেছে অ্যালফাবেট-এর। ফলে প্রতিষ্ঠানের বাজার মূল্য হয়েছে ৭৬২০০ কোটি মার্কিন ডলার।

আগের এক বছর ধরে সোমবার পর্যন্ত অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে ৮১ শতাংশ। অনলাইন কেনাকাটা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্লাউড কম্পিউটিংয়ের দিকে আসায় অ্যামাজনের ব্যবসা বেড়েছে। ক্লাউড কম্পিউটিং খাতে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

ইনভার্নেস কাউন্সেল ইন নিউ ইয়র্ক-এর প্রধান বিনিয়োগ কৌশলী টিম গ্রিসকে বলেন, “তারা নতুন ব্যবসার উন্নয়ন করতে অর্থ ব্যয় করছে। কোনো এক সময় তারা অ্যাপলকেও নাগালের মধ্যে দেখতে পারে।”

চলতি বছর ফেব্রুয়ারিতে মাইক্রোসফটকে পেছনে ফেলে তৃতীয় স্থানে পৌঁছে অ্যামাজন। বর্তমানে শীর্ষস্থানে থাকা অ্যাপলের বাজার মূল্য ৮৮৯০০ কোটি মার্কিন ডলার।

এক বছরে অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে ২৫ শতাংশ। এই গতিতে বাড়তে থাকলে এক মাস বা তার কিছু বেশি সময়ের ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান হবে অ্যাপল।

২০১৮ সালে এ পর্যন্ত অ্যালফাবেট-এর শেয়ার মূল্য বেড়েছে চার শতাংশ। আর আগের এক বছরে বেড়েছে ২৬ শতাংশ।