ইসরায়েলি এআই ভিশন প্রতিষ্ঠানে নজর টেসলার!

ইসরায়েল-এর তেল আভিভ-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান করটিকা’র সঙ্গে আলোচনা করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 04:35 PM
Updated : 20 March 2018, 04:35 PM

গ্লোবস-এর বারত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ বা অধিগ্রহণ করতে পারে টেসলা।

ধারণা করা হচ্ছে স্বচালিত গাড়ির প্রযুক্তির জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করবে টেসলা। স্বচালিত গাড়িকে চলমান বস্তু শণাক্ত এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহায়তা করে করটিকা’র প্রযুক্তি। এমনকি আশপাশে কী পরিবর্তন আসতে পারে তাও ধারণা করতে পারে এই প্রযুক্তি।

২০০৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সাত কোটি মার্কিন ডলার তহবিল জোগাড় করেছে করটিকা। প্রতিষ্ঠানের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হং কং-ভিত্তিক হরাইজনস ভেনচার্স এবং রাশিয়ার মেইল ডটআরইউ গ্রুপ।

চুক্তির ব্যাপারে জানতে করটিকা’র সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

এর আগে ইসরাইয়েলি প্রতিষ্ঠান মোবিলে’র সঙ্গে চুক্তি করেছিল টেসলা। কিন্তু ২০১৬ সালে টেসলা মডেল এস গাড়ির অটোপাইলট দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর আলাদা হয়ে যায় প্রতিষ্ঠান দু’টি।

গত বছর ১৫৩০ কোটি মার্কিন ডলারে মোবিলে-কে অধিগ্রহণ করেছে ইনটেল।