রোবট কুকুরের সঙ্গী অ্যামাজন প্রধান

সোমবার শুরু হয়েছে অ্যামাজনের বার্ষিক রোবোটিকস সম্মেলন মার্স ২০১৮। এতে বস্টন ডায়নামিকস-এর তৈরি রোবট কুকর ‘স্পটমিনি’র সঙ্গে হাঁটতে দেখা গেছে অ্যামজন প্রধান জেফ বেজোস-কে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 04:21 PM
Updated : 20 March 2018, 04:21 PM

মেশিন লার্নিং, হোম অটোমেশন, রোবোটিকস এবং স্পেস এক্সপ্লোরেশন-এর ওপর ভিত্তি করেই প্রতিবছর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে স্পটমিনি’র সঙ্গে একটি ছবি পোস্ট করে বেজোস লিখেছেন, “আমার নতুন কুকুরকে #মার্স২০১৮ সম্মেলেনে হাঁটাতে নিয়ে যাচ্ছি।” -খবর সিএনবিসি’র।

সম্প্রতি নতুন এই রোবট কুকুরটির কিছু ভিডিও পোস্ট করেছে বস্টন ডায়নামিক্স। এতে দেখা গেছে রোবটটি কীভাবে দরজা খোলা শিখছে। অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওগুলো। কিছু মানুষ এতে ভীত হয়ে টুইট করেন যে, ‘এই রোবট সব মানুষকে শেষ করবে।’

দরজা খোলার পাশাপাশি রোবোটিক হাত দিয়ে আরও অনেক কাজ করতে পারে স্পটমিনি। আড়াই ফুট উঁচু এই রোবটের ওজন প্রায় ৬৬ পাউন্ড বা ৩০ কেজি। ৩-ডি ভিশন প্রযুক্তির মাধ্যমে দেখতে পারে রোবটটি। এতে মোট ১৭টি কব্জা রয়েছে বলে ওয়েবসাইটে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

সাইটে বলা হয়, “স্পটমিনি হলো একটি চার পায়ের ছোট রোবট যা অফিস বা বাসায় আরামে রাখা যায়।”

স্পটমিনি’র সঙ্গে হাঁটা ছাড়াও সম্মেলনে আরেকটি রোবটের সঙ্গে ‘বিয়ার পং’ খেলতে দেখা গেছে বেজোসকে।

আগের বছর এই সম্মেলনে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান হ্যানকক মিরাইয়ের তৈরি ১৩ ফুট লম্বা একটি রোবট চালিয়েছেন বেজোস। জনপ্রিয় হলিউড সিনেমা ‘ট্রান্সফরমার’-এর রোবটগুলোর অনেকটা বাস্তব রূপ ওই রোবটটি।