ভুলে এসওএস বার্তা পাঠাচ্ছে অ্যাপল ডিভাইস

দুর্ঘটনাবশত পুলিশকে এসওএস বার্তা পাঠাচ্ছে অ্যাপল ডিভাইস এমন অভিযোগ করেছেন অনেক গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 09:25 AM
Updated : 19 March 2018, 09:25 AM

অ্যাপল ওয়াচ এবং আইফোন নিয়েই এমন অভিযোগ করছেন গ্রাহক। ডিভাইসটি পরা অবস্থায় থাকলে বা ভুলভাবে পরলে স্বয়ংক্রিয়ভাবে এসওএস বার্তা যাচ্ছে পুলিশের কাছে-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

রোববার প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, “আপনি যদি অ্যাপল ওয়াচ ভুলভাবে পরে ঘুমাতে যান, তবে জাগানোর জন্য পুলিশের কল পেতে পারেন। এমনটাই হয়েছে জেসন রাউলি’র সঙ্গে, যিনি চলতি সপ্তাহের শুরুতে এটি নিয়ে টুইট করেছেন। আইফোনের জন্যও এটি একটি সমস্যা, কারণ পাশের বাটন থেকেই এই বার্তা পাঠানো হয়।”

প্রতিবেদনে আরও বলা হয়, “ঘুমের ট্র্যাকার হিসেবে ওয়াচ ব্যবহার করছিলেন তিনি, কিন্তু তার ডিভাইসের ক্রাউন বাটনে চাপ পড়ে পুলিশের কাছে জরুরী কল চলে যায়, পরে রাত ১১ টায় তার শোবার ঘরে পুলিশ হাজির হয়।”

রাউলি বলেন, “পুলিশ খুব বন্ধুসুলভ ও সহায়ক ছিলেন এবং ওয়াচওএস-এর এই ভুল বুঝতে পেরেছেন।”

ওয়াচওস ৪ এবং আইওএস ১১-এ ‘ইমার্জেন্সি এসওএস’ ফিচারটি প্রথম আনা হয়। গ্রাহক কোনো বিপদে পরলে বা দরকারের সময় এর থেকে সহায়তা চাইতে পারেন।

একই ধরনের সমস্যা নিয়ে টুইটারে অভিযোগ করেছেন আরও কয়েকজন অ্যাপল গ্রাহক।