উন্নত দেশেও এলো ফেইসবুক লাইট

মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নত দেশেও ‘ফেইসবুক লাইট’ চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 06:53 AM
Updated : 16 March 2018, 06:53 AM

প্রচলিত ফেইসবুক অ্যাপের চেয়ে ডেটা অনেক কম খরচ করে ফেইসবুক লাইট। পুরানো এবং ধীর গতির ডিভাইসগুলোর জন্য এই অ্যাপটি তৈরি করেছে ফেইসবুক। ২জি নেটওয়ার্কেও চলতে পারে এমনভাবেই নকশা করা হয়েছে অ্যাপটি।

উন্নয়নশীল দেশগুলোর জন্যই চালু করা হয় ফেইসবুক লাইট। এবার উন্নয়নশীল দেশের পাশাপাশি উন্নত দেশগুলোতেও অ্যাপটি চালু করা হয়েছে-- খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

২০১৫ সালে প্রথম এই অ্যাপটি উন্মোচোন করে ফেইসবুক। বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং জিম্বাবুয়েতে অ্যাপটি পরীক্ষা করা হয়। এবার ১০০টির বেশি দেশে এটি চালু করেছে সামাজিক মাধ্যমটি।

মূল অ্যাপের চেয়ে অনেক হালকা ফেইসবুক লাইট। অ্যাপটির আকার মাত্র ২৫২ কিলোবাইট। স্ন্যাপটু’র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সংস্করণটি, যা ফিচার ফোনে চলে। কিন্তু এতে পুশ নোটিফিকেশন এবং ক্যামেরা ব্যবহারের সুবিধা রয়েছে।

এবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও নিউ জিল্যান্ড-এ অ্যাপটি চালু করতে যাচ্ছে ফেইসবুক। শুক্রবার থেকে এটি ডাউনলোড করতে পারবেন এই দেশগুলোর গ্রাহকরা।