সাইবার নিরাপত্তার অভাব ৭৭ শতাংশ প্রতিষ্ঠানে

বিশ্বব্যাপী প্রায় ৭৭ শতাংশ প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তাজনিত পদক্ষেপের অভাব রয়েছে। আর এগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠানে সম্ভাব্য কোনো ডেটা লঙ্ঘনের পর ব্যবস্থা নেওয়ার কোনো পূর্বপরিকল্পনা নেই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 01:35 PM
Updated : 15 March 2018, 01:35 PM

বিশ্বজুড়ে ২৮০০-এরও বেশি নিরাপত্তা আর আইটি পেশাদারকে নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ে গবেষণা চালানো হয়। বুধবার ওই গবেষণার প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম অধীনস্থ আইবিএম রিসাইলেন্ট-এর পৃষ্ঠপোষকতা আর আইটি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান পোনেমন ইনস্টিটিউট-এই গবেষণা চালিয়েছে। এতে বলা হয়, আনুষ্ঠানিক পরিকল্পনার অভাব থাকা সত্ত্বেও ৭২ শতাংশ অংশগ্রহণকারী বর্তমানে আগের বছরের তুলনায় সাইবার খাতে বেশি স্বাভাবিক অবস্থা অনুভব করেন।

আইবিএম রিসাইলেন্ট-এর সহ-প্রতিষ্ঠাতা ও পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট টেড জুলিয়ান বলেন, “৬০ শতাংশ অংশগ্রহণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর মেশিন লার্নিংয়ে বিনিয়োগের অভাবকে সাইবার খাতে স্বাভাবিক অবস্থা বজায় রাখার সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করেন।”

প্রায় ৫৭ শতাংশ বলেছেন কোনো ঘটনা ঘটলে তা সমাধানের সময় বেড়েছে। আর ৬৫ শতাংশের মতে, সাইবার আক্রমণের ভয়াবহতা বেড়েছে।