গুগল, অ্যাপলের বিরুদ্ধে মামলা করবে ফ্রান্স

ডেভেলপার ও স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর চুক্তির শর্ত নিয়ে গুগল এবং অ্যাপলের বিরুদ্ধে মামলা করবে ফ্রান্স, বুধবার একথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়াঁ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 05:59 AM
Updated : 15 March 2018, 05:59 AM

আরটিএল রেডিও’র সঙ্গে কথা বলার সময় মেয়াঁ জানিয়েছেন, অ্যালফাবেট-এর গুগল এবং অ্যাপল সফটওয়্যার ডেভেলপারদের ওপর একতরফা মূল্য এবং অন্যান্য শর্ত দিয়েছে-- খবর রয়টার্স-এর।

“অবমাননাকর বাণিজ্য চালানোর দায়ে গুগল এবং অ্যাপলকে প্যারিসের বাণিজ্যিক আদালতে নেওয়ার চেষ্টা করবো আমি,” বলেন মেয়াঁ।

“তারা যেমন ক্ষমতাশালী, তাদের উচিত নয় আমাদের স্টার্টআপ এবং ডেভেলপারদের সঙ্গে এমন আচরণ করা, যেটা তারা করে আসছে।”

মেয়াঁ আরও বলেন, তিনি আশা করছেন ২০১৯ সালের শুরুতেই ইউরোপিয়ান ইউনিয়ন কর ফাঁকির রাস্তাগুলো বন্ধ করবে যেগুলো ব্যবহার করে গুগল, অ্যাপল, ফেইসবুক এবং অ্যামাজন এখন লাভবান হচ্ছে। বর্তমানে ইউরোপিয়ান বাজারে বৈদেশিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনলাইন ব্যবসার কর উন্নত করতে পরীক্ষা চালাচ্ছে ব্রাসেলস।

এ ব্যাপারে জানতে অ্যাপল ফ্রান্স এবং গুগল ফ্রান্স-এর মুখপাত্রের সঙ্গে রয়টার্স-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।